নাটকে বহুকাল ধরেই আঞ্চলিক ভাষাগুলো দারুণ জনপ্রিয় হয়ে উঠেছে। পুরান ঢাকা, বরিশাল, পাবনা, কুষ্টিয়া, নোয়াখালীর ভাষায় অনেক নাটকই দর্শক মহলে সাড়া পড়েছে। তেমনি কিশোরগঞ্জের ভাষার নাটকও বেশ জনপ্রিয় হয়ে উঠছে দিনদিন। সেই ভাবনা থেকেই নির্মিত হয়েছে একটি সাত পর্বের নাটক।
এ নাটকের নাম ‘তিন গুণে ত্রিফলা’। এটি রচনা ও পরিচালনা করেছেন কিশোরগঞ্জেরই সন্তান নির্মাতা আলী সুজন। নির্মাতা জানান, গাজী টিভির জন্য অহনা মাল্টিমিডিয়া প্রযোজিত নাটকটি নির্মাণ করেছেন তিনি। এটি ঈদের দিন থেকে প্রচার হবে। টানা সাত দিন রাত ৮টা ৩০ মিনিটে দেখা যাবে ‘তিন গুণে ত্রিফলা’।
পরিচালক আলী সুজন বলেন, ‘নানা অঞ্চলের ভাষার মতো আমাদের কিশোরগঞ্জের ভাষারও একটা আলাদা ঐতিহ্য আছে, গ্রহণযোগ্যতা আছে। এই ভাষাটা শুনতেও বেশ মিষ্টি। আমার বিশ্বাস, নাটকটি ঈদে দর্শককে বিনোদিত করবে।