সিয়াম আহমেদ
নায়ক সিয়াম আহমেদ। ঈদে মুক্তি পাচ্ছে তাঁর অভিনীত ছবি ‘জংলি’। এম রাহিমের ছবিটি ঘিরে দর্শকদের আগ্রহ প্রচুর। ছবিটির টিজার ও গান ইতোমধ্যে দর্শক মন কেড়েছে। বড় পর্দায় ‘জংলি’ হয়ে যেমন হাজির হবেন সিয়াম, তেমনি তাঁকে দেখা
যাবে ছোটপর্দায় গায়কের ভূমিকায়। বিটিভির ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে একটি গান গেয়েছেন তিনি। এবারই প্রথম কোনো গানে কণ্ঠ দিলেন এই অভিনেতা। ফলে এই ঈদে দর্শক একদিকে যেমন বড়পর্দায় তাঁর অভিনয় দেখবেন, তেমনি ছোটপর্দায় গায়ক সিয়ামের কণ্ঠের গানও শুনবেন।
জান্নাতুল সুমাইয়া হিমি
ঈদে একগুচ্ছ নাটক নিয়ে ছোটপর্দায় হাজির হবেন অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। ‘নিহারকলি’, ‘স্বপ্নচুরি’, ‘একান্নবর্তী’সহ বিভিন্ন নাটকে তাঁকে পাওয়া যাবে। অন্যদিকে অভিনয়ের পাশাপাশি বিটিভিতে আসছে ঈদে প্রচারতব্য হানিফ সংকেতের ইত্যাদি ম্যাগাজিন অনুষ্ঠানে সিয়ামের সঙ্গে গাওয়া গান দিয়ে গায়িকা হিসেবেও টিভিতে অভিষেক হতে চলেছে অভিনেত্রী হিমির। গানটির কথা লিখেছেন কবির বকুল, সুর-সংগীত ইমরান মাহমুদুলের। ছোটবেলা থেকে গানের চর্চা করে এসেছেন হিমি। তবে বড় হয়ে অভিনয়কেই বেছে নিয়েছেন। আসন্ন ঈদে তাঁকে অভিনয় আর গান- দুই অঙ্গনেই পাওয়া যাবে।
তাহসান খান
তাহসান খানের পরিচয় এখন গায়ক ও অভিনেতা, দুটিই। প্রথমে গান দিয়ে মিডিয়ায় থিতু হলেও পরে আসেন অভিনয়ে। এখানেও দর্শকপ্রিয়তা পান তিনি। এই ঈদে ‘জংলি’ ছবির ‘জনম জনম’ গানটি গেয়েছেন তিনি।
প্রিন্স মাহমুদের কথা ও সুরে গানটিতে তাঁর সহশিল্পী আতিয়া আনিসা। ঈদের আরেক ছবি শিহাব শাহীনের ‘দাগি’তেও রয়েছে তাহসানের গান। এতে তাঁর সঙ্গে গেয়েছেন মাশা ইসলাম। সাদাত হোসাইনের কথায় গানটির সুর-সংগীত করেছেন সাজিদ সরকার। দুই গানের বাইরে অভিনেতা তাহসানও আছেন পর্দায়। অভিনয় না করলেও মডেলিংয়ের সুবাদে তাঁকে দেখা যাচ্ছে ঈদ আয়োজনে। ঈদ উপলক্ষে একটি স্মার্টফোন ব্র্যান্ড ও একটি জনপ্রিয় জুতার ব্র্যান্ডের বিজ্ঞাপনচিত্রে অভিনয় করেছেন তিনি। দিন কয়েক আগে দুটি বিজ্ঞাপনেরই প্রচার শুরু হয়েছে।
ফজলুর রহমান বাবু
অভিনেতা ও গায়ক দুই পরিচয়েই সাফল্য পেয়েছেন ফজলুর রহমান বাবু। এই ঈদেও তাঁকে পাওয়া যাবে উভয় ভূমিকায়। মেহেদী হাসান হৃদয়ের ‘বরবাদ’-এ অভিনয় করেছেন তিনি। এই ছবির বাইরে বাবুকে পাওয়া যাবে বিটিভির ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র গানে। মধ্যবিত্তের অর্থনৈতিক টানাপোড়েন নিয়ে গান গেয়েছেন তিনি। ব্যতিক্রমী এ গানের অভিনয়েও দেখা যাবে তাঁকে।
আফরান নিশো
নাটকের পর ওটিটি; পরে তো বড় পর্দার নায়ক। এবার নিশোকে দেখা গেল গানেও। ঈদে তাঁর অভিনীত মুক্তিপ্রতীক্ষিত সিনেমার টাইটেল ট্র্যাকে কণ্ঠ দিয়েছেন আফরান নিশো। গানের কথা ‘তবার খুশি মারো, তত বারবার জাগি’। ২৬ মার্চ গানটি প্রকাশ পেয়েছে অনলাইনে। রাসেল মাহমুদের কথায়, গানটির সুর ও সংগীতায়োজন করেছেন আরাফাত মহসীন। গানে নিধির সঙ্গে কিছু অংশ গেয়েছেন নিশো। কোনো পরিকল্পনা ছাড়াই গানটিতে কণ্ঠ দেওয়া অভিনেতার। নিশো বলেন, এটা আমার জন্য একরকম সারপ্রাইজই ছিল।