জনপ্রিয় গায়ক, সংগীত পরিচালক, সুরকার ও গীতিকার বালাম। দীর্ঘদিন পর এসেই মাত করেছেন ‘প্রিয়তমা’ গান দিয়ে। এরপর একক গান প্রকাশ করেছেন। ঈদে ‘হাউ সুইট’র ‘মায়া মায়া লাগে’ গান নিয়ে হাজির হয়েছেন। তাঁর সঙ্গে কথোপকথনে- পান্থ আফজাল
ঈদ মুবারক! কেমন আছেন?
আপনাকেও জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক! অনেক অনেক ভালো আছি। সুস্থ আছি।
সম্প্রতি ‘হাউ সুইট’র ‘মায়া মায়া লাগে’ গানে শ্রোতাদের মুগ্ধ করলেন...
গানটি দারুণ হয়েছে। ভালোবাসার গান। আসলে প্রিয়তমার পর কাজের প্রতি দায়িত্ব বেড়ে গেছে। সেই হিসেবে ‘মায়া মায়া লাগে’ গানটি অনেক যত্ন নিয়ে করেছি। দর্শক-শ্রোতাদের ভালো লেগেছে, এটাই বড় পাওয়া।
এই গানটির মাধ্যমে দীর্ঘ ১৫ বছরেরও বেশি সময় পর ন্যান্সির সঙ্গে প্লেব্যাক করলেন। অভিজ্ঞতা কেমন ছিল?
ন্যান্সি তো দারুণ গায়! যদি ভুল না করে থাকি, আমরা সর্বশেষ ‘কমন জেন্ডার’ সিনেমায় গেয়েছিলাম। মাঝে তার সঙ্গে একটি প্রতিষ্ঠানের সচেতনতামূলক ভিডিওতে কাজ করেছি। কিন্তু দুজনে একসঙ্গে ওই রকমভাবে গান করা প্রায় দীর্ঘ ১৫ বছরেরও বেশি সময় পর। যদিও গানটির ভয়েস দেওয়ার সময় আমাদের দেখা হয়নি। আলাদা আলাদা ভয়েস নেওয়া হয়েছে। কিন্তু ভালো লাগছে দীর্ঘদিন পর ফের আমার আর ন্যান্সির একসঙ্গে গান আসায়। দারুণ রোমান্টিক একটি গান। আসিফ ইকবালের কথায় গানটির মিউজিক করেছেন আকাশ সেন।
‘ও প্রিয়তমা’ আর ‘রাজকুমার’ গানের পর মৌলিক একটি গান ভিডিওসহ প্রকাশ করেছিলেন...
হ্যাঁ, নিজের একটি নতুন গান। নাম ‘নয়না’। এটি আমার ফেসবুক ও ইউটিউব প্ল্যাটফর্মে প্রকাশ হয়। যুক্তরাজ্যে ‘নয়না’ গানের ভিডিও চিত্র ধারণ করা হয়েছে। এই গানে আমার সঙ্গে মডেল হয়েছেন তামান্না নিশি। গানের কথা লিখেছেন ও সুর করেছেন আনিসুর রহমান। এ গানটি আমার সর্বকালের সেরা ভালোবাসার গানগুলোর মধ্যে অন্যতম।
মিঠু খানের ‘নীলচক্র’ সিনেমাতে গান গাওয়ার পাশাপাশি অভিনয়ও করেছেন...
হাহাহা... এটি বড়পর্দায় একেবারে নতুন ভ্রমণ। নতুন অভিজ্ঞতা। আগেও কিন্তু ছোটপর্দায় টুকটাক দু-একটি নাটকে অভিনয় করেছি। তবে চলচ্চিত্রে এবারই প্রথম। কাজটি বেশ উপভোগ করেছি। তবে কী করেছি, সেটা দর্শক বলতে পারবেন। তবে এমন কিছু হয়েছে, যা আগে হয়নি।
নতুন আরও গান করছেন?
হ্যাঁ। নতুন কয়েকটি গান তৈরি আছে। গেল কয়েক বছর সেভাবে গান প্রকাশ না করলেও একের পর এক গান তৈরির কাজ ঠিকই চলেছে। বেশ কয়েকটি গানের ভিডিও তৈরি করা আছে। সুবিধাজনক সময় দেখে প্রকাশ করা হবে।
৩০ বছরের সংগীত জীবন। ভক্তদের উদ্দেশে কী বলবেন?
৩০ বছরের সংগীত, স্মৃতি এবং অসাধারণ ভালোবাসা ও সমর্থন পেয়েছি সবার কাছ থেকে। আমার যাত্রার অংশ হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দোয়া করবেন, যেন আরও কিছু ভালো গান উপহার দিতে পারি।