ছোটবেলায় ঈদে নিউমার্কেট থেকে আর্ট পেপার কিনে নিজ হাতে কার্ড বানাতেন সংগীত তারকা আঁখি আলমগীর। আত্মীয়স্বজন, বন্ধুরা পেত সেই কার্ড। দেশের বাইরে থাকা আত্মীয়স্বজনদেরও কার্ড পাঠানো হতো। আঁখি বলেন, ‘আমি এখনো দেশের বাইরে গেলে কার্ডের দোকানে যাই। কার্ড কিনি। প্রিয়জনদের জন্য বা হয়তো নিজের জন্য কার্ড কিনে ড্রয়ারে রেখে দিই। এটি আমার অন্য ধরনের ভালো লাগার বিষয়’। মাছরাঙা টেলিভিশনের অনুষ্ঠান ‘রাঙা সকাল’-এর ঈদ আয়োজনে আঁখি এসব কথা বলেন। রুম্মান রশীদ খান ও লাবণ্যর সঞ্চালনায়, জোবায়ের ইকবালের প্রযোজনায় ‘রাঙা সকাল’ প্রচার হবে ঈদের চতুর্থ দিন সকাল ৭টা থেকে ৯টায়, মাছরাঙা টেলিভিশনে।