দেশে ঠগের সংখ্যা বেশি। তারা মিষ্টি মিষ্টি কথা বলে মানুষকে ঠকায়। আর এ ঠগদের ঠকিয়ে সেই অর্থ অসহায় মানুষ ও প্রতিষ্ঠানে দান করেন বুবলী। তার সঙ্গে আছেন নায়ক রোশান। এমন গল্পে দেবাশীষ বিশ্বাস নির্মাণ করছেন চলচ্চিত্র ‘তুমি যেখানে আমি সেখানে’। নির্মাতা জানান, সম্পূর্ণ কমেডি ও সমাজের জন্য মেসেজনির্ভর একটি চলচ্চিত্র এটি। প্রায় ৭০ শতাংশ শুটিং এরই মধ্যে শেষ হয়েছে চলচ্চিত্রটির। আগামী বছরের পয়লা বৈশাখ বাঙালির প্রধান উৎসবে এটি মুক্তি দেওয়া হবে। এর গল্প ও সংলাপ আবদুল্লাহ জহির বাবুর। চিত্রনাট্য ও পরিচালনা দেবাশীষ বিশ্বাসের।