বলিউড সিনেমার ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে যে কয়েকটি ছবির নাম তার মধ্যে একটি হলো- ‘শোলে’। ১৯৭৫ সালে মুক্তি পেয়েছিল রমেশ সিপ্পি পরিচালিত এ ছবি। শোলের প্রতিটি চরিত্র, সংলাপ থেকে শুরু করে গান, সবই আজও ‘আইকনিক’। সেকালে বক্স অফিসে তোলপাড় ফেলে দিয়েছিল এ ছবি। ধর্মেন্দ্র, হেমা মালিনী, অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, আমজাদ খানের মতো অসাধারণ অভিনেতাদের অভিনয় প্রতিভার গুণে এ ছবির প্রতিটি চরিত্র জীবন্ত হয়ে উঠেছিল পর্দায়। কিন্তু জানেন কি ‘শোলে’ ছবিতে নিজের চরিত্রটি একেবারেই পছন্দ ছিল না অভিনেত্রী জয়ার। পরে বহুবার নিজের চরিত্রটি নিয়ে আক্ষেপের কথা প্রকাশ করেন তিনি। ডাকু গব্বর সিং থেকে শুরু করে জয়, বীরু, ঠাকুর, বাসন্তী- ‘শোলের’ প্রতিটি চরিত্রই কাছের হয়ে উঠেছিল দর্শকদের। এমনকি এ ছবির ছোট চরিত্রগুলোও তুমুল জনপ্রিয়তা লাভ করে। এ ছবিতে রাধার চরিত্রে অভিনয় করে অনেক প্রশংসা কুড়িয়েছিলেন অভিনেত্রী জয়া বচ্চন। তবে এ চরিত্রটি নাকি মোটেই পছন্দ ছিল না জয়ার। ভারতীয় সনি টিভির রিয়েলিটি শো ‘কফি উইথ করণ’-এ একবার অতিথি হয়ে এসেছিলেন জয়া বচ্চন এবং হেমা মালিনী। পরিচালক করণ জোহরের এ বিখ্যাত শোতে নিজের আক্ষেপের কথা নিজের মুখেই বলেছিলেন জয়া।
জয়ার কথায়- তিনি ছিলেন ধর্মেন্দ্রর ‘ডাই হার্ট ফ্যান’। তাই রাধা নয়, ধর্মেন্দ্রর সঙ্গে পর্দায় বাসন্তীর চরিত্রটিই করতে চেয়েছিলেন তিনি। যদিও শেষমেশ তা হয়ে ওঠেনি। বাসন্তীর চরিত্রে হেমা মালিনী দুর্দান্ত অভিনয় করেন। তবে সমানভাবেই জনপ্রিয়তা লাভ করে এ ছবিতে বিধবা রাধার চরিত্রে জয়ার অন্যবদ্য অভিনয়শৈলী।