১৯৯১ সালে প্রখ্যাত চিত্রপরিচালক এহতেশামের হাত ধরে এ নির্মাতার ‘চাঁদনী’ ছবির মাধ্যমে বড় পর্দার অভিনয়ে অভিষেক ঘটে শাবনাজের। ১৯৯৬ সালের ২৬ জুলাই মুক্তি পাওয়া তাঁর অভিনীত ‘প্রেমের সমাধি’ সিনেমার ক্লিপ এখন সামাজিক মাধ্যমে ভাইরাল। ঈদের পোশাক থেকে ‘গান’ কিংবা ‘নাটক’ সর্বত্র চলছে ‘হেনা’ ট্রেন্ড; যে চরিত্রে অভিনয় করেছিলেন চিত্রনায়িকা শাবনাজ।
এ বিষয় নিয়ে প্রথমবার কোনো টেলিভিশন চ্যানেলে কথা বলেছেন গুণী এ অভিনেত্রী। মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ‘রাঙা সকাল’-এর ঈদ আয়োজনে বিশেষ অতিথি হয়ে আসছেন শাবনাজ। এ অনুষ্ঠানেই তিনি বলেছেন, ‘অনেকে তো এখন আমাকে হেনা আপা নামেই সম্বোধন করছেন। বিষয়টি মজার, একই সঙ্গে বিস্ময়কর। কারণ আজকাল তো বেশির ভাগ সময় নেতিবাচক বিষয়গুলোই ভাইরাল হয়। সে ক্ষেত্রে ২৯ বছর আগে মুক্তি পাওয়া একটি সিনেমা নতুন করে পরিচিতি পাচ্ছে, এ প্রজন্মের দর্শকরা আমাদের সিনেমা বা অভিনয় নিয়ে ইতিবাচকভাবে চর্চা করছেন, বিষয়টি অনেক বেশি ভালো লাগার। ভালো সিনেমার শক্তি এখানেই।’ নব্বই দশকের শেষভাগে এসে অভিনয় থেকে বিদায় নেন শাবনাজ। ১৯৯৪ সালে বিয়ে করেন সহশিল্পী নায়ক নাঈমকে। এরপর শাবনাজ সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়েন।