মাহে রমজান উপলক্ষ করে ইসলামি গান গেয়েছেন ইমরান মাহমুদুল। গানটির কথা লিখেছেন ফয়সাল রাব্বিকীন। ইমরানের গাওয়া ইসলামি গানটির শিরোনাম ‘তুমি মেহেরবান’। গানটির সুর করেছেন ইমরান নিজেই। এ গায়ক বলেন, ‘অন্যরকম কথার একটি ইসলামি গান করেছি এবার। তাই অন্যরকম ভালোলাগা কাজ করছে।’ গীতিকার ফয়সাল রাব্বিকীন বলেন, ‘বেশ সময় নিয়ে ইসলামি গানটি লিখেছি ইমরানের জন্য। অন্যদিকে কাজী শুভর জন্যও একটি ইসলামি গান লিখেছি। গান দুটির বাণীতে আল্লাহর প্রতি আনুগত্য ও ক্ষমা প্রার্থনার কথা বলা হয়েছে।’