নতুন দেশ, নতুন বছরে কেমন চলছে?
আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমি তো আল্লাহর রহমতে সবসময়ই কাজ করছি। এটাই সৌভাগ্যের।
আর ইন্ডাস্ট্রির অবস্থা?
ইন্ডাস্ট্রি তো সব মিলিয়ে হযবরল অবস্থায়। যারা ভালো গান করছেন তারা একপ্রকার আছেন। আর যারা ভিউ-ভাইরালের আশায় কাজ করছেন তাদের পরিকল্পনা অন্য। তবে আমি মনে করি, যে কোনো সময়ই বেছে বেছে ভালো কাজ করতে হয়। এটাই একসময় তাকে পরিচিতি এনে দেবে।
সব সেক্টরে সিন্ডিকেট। টিকে থাকাটা কঠিন...
আসলে সিন্ডিকেট তো জীবনের প্রথম থেকেই ছিল, এখনো আছে, থাকবে। তবে এর মধ্যে টিকে থাকাটা খুবই টাফ। আমি কিন্তু সিডির সময় থেকে গান শুরু করেছি। ইউটিউবের সময়ও করেছি। তবে ভিউ-ভাইরালের পেছনে কখনো ছুটিনি। ভিউকে টার্গেট করে কখনো গান করিনি। আগামীতেও কখনো করব কিনা জানি না। এখন তো ভিউসর্বস্ব সবাই। তবে যারা কাজ করছে তারা খারাপ নেই। তবে আমি সেই পর্যায়ে যেতে চাইনি। মনের মতো কিছু কাজ করতে চেয়েছি। সামনেও এটা অব্যাহত থাকবে।
নতুন গান আসবে?
বেশকিছু গান প্রস্তুত রয়েছে। ভিডিও করে প্রকাশ করব। আর নাটক-অডিওর গান করছি। এখন নিজের চ্যানেলের দিকে একটু নজর দিতে চাই। কোম্পানির গানে বেশি সময় দিয়েছি। ছোট-বড় আর নতুন কোম্পানির গান করেছি। তাই আমার চ্যানেলের দিকে নজর দিতে পারিনি সেভাবে।
প্লেব্যাকে ফের পাবে শ্রোতারা?
কেন নয়! সামনে দুটি মুভিতে গান করেছি। একটি ‘টগর’, অন্যটি ‘পিনিক’। সুন্দর গান দুটি। এগুলো ডুয়েট গান। আগে দীঘির ‘তুমি আছো তুমি নাই’-এর টাইটেল ট্র্যাকে পূজার সঙ্গে গাওয়ার পর অনেক রেসপন্স ও ভালোবাসা পেয়েছি। আর আমি সার্কেল মেইনটেন করে কখনো কাজ করিনি। মনে করি, যাকে যেখানে প্রয়োজন সেখানেই যুক্ত করা উচিত।
মিলনকে ইমরান মাহমুদুল ভেবে ভুল করে...
সেটা ঠিক। আমাকে তাঁর সঙ্গে মিলিয়ে ফেলে। আসলে তিনি আমার গুরু, আমার ওস্তাদ। তাঁর হাত ধরেই ইন্ডাস্ট্রিতে আসা। তিনি সবকিছু চিনিয়েছেন। উনার সুর-সংগীতের সঙ্গে আমারও বসবাস। আমি কৃতজ্ঞ।
উৎসবের গান নেই এখন...
এসব গান বেশি হওয়া উচিত। এখন তো ভিউ গুনে গান করে বলে ভালো গান কম হয়। ভালো গান থেকে শিল্পী-মিউজিক ডিরেক্টর দূরে থাকেন। উৎসবের প্রতি ভালোবাসা বা ভালো লাগা নেই। এখন সবাই ইউটিউবে-ফেসবুকে মেলা, বৈশাখ ও বিভিন্ন উৎসব পালন করে।
শিল্পীর টিকে থাকার জন্য মৌলিক গান কতখানি জরুরি?
খুবই জরুরি। মৌলিক গানই তো শিল্পীর পরিচয়। গন্তব্য। মৌলিক গানই একজন শিল্পীকে সবার মাঝে বাঁচিয়ে রাখে।
নিজের প্রিয় গান...
আমার গাওয়া সব গানই প্রিয় আমার। তবে এর মধ্যে জীবনের প্রথম গান, যে গান দিয়ে সবার মাঝে পরিচিতি পেয়েছি সেই ‘সখী ভালোবাসা কারে কয়’কে সামনে রাখব। এরপর ‘তুমি ছাড়া’, ‘যত দেখি তোমাকে’, ‘বুঝবি তুই কাঁদবি তুই’ ‘একূল ওকূল’ ‘চুপিচুপি’, ‘লক্ষ্মীসোনা’, ‘প্রেমরোগ’, ‘পাই না তোকে’, ‘ডানাকাটা পরী’।