‘নিজের ক্যারিয়ার ও চরিত্র সম্পর্কে আমি অনেক খুঁতখুঁতে, এ কথাটি সব সময় বলে এসেছি। সব কিছু পারফেক্ট না হলে আমি কখনো মুভ করি না।’ হ্যাঁ, এমন প্রত্যয়ী জবাবের আবারও প্রমাণ রাখলেন আপসহীন নায়িকা পূজা চেরী। সম্প্রতি তিনি যুক্ত হলেন অলোক হাসানের ‘টগর’ সিনেমায়। ছিপছিপে গড়ন, সুশ্রী মুখশ্রী, সৌডল দেহাবয়ব সবমিলিয়ে পরিপূর্ণ নায়িকার ডায়েরিতে পূজার নাম অনায়াসে লেখা যায়। কারণ ভরা বসন্তের রোদেলা দুপুরে প্রেমিকের বাহুডোরে আবদ্ধ হয়ে কণ্ঠে প্রেমের ফাগুন সুর তোলার স্বাক্ষর ইতোমধ্যে তিনি রায়হান রাফির ‘পোড়ামন-২’ কিংবা এস এ হক অলিকের ‘গলুই’ সিনেমায় রেখেছেন। বিপরীতে ‘দহন’, ‘লিপিস্টিক’, কিংবা ‘শান’ ছবিতে পোড় খাওয়া জীবনের জাঁতাকলে পিস্ট এক নারীর অগ্নিমূর্তিও দর্শকের কপালে কষ্টের কুঁচকানো এঁকে দিয়েছেন।
অনিন্দ্য সুন্দরী ও হিসাব কষে আপসহীন যাত্রার প্রত্যয়ী অভিনেত্রী পূজা এবার আবার এ সময়ের দর্শকনন্দিত অ্যাকশন হিরো খ্যাত নায়ক আদর আজাদের বিপরীতে জ্বলে উঠবেন ‘জয়িতা’ নামের জীবন যুদ্ধে নামা এক সংগ্রামী মেয়ের চরিত্রে। এর আগে তিনি আদরের বিপরীতে ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন ‘লিপিস্টিক’ সিনেমায়। আলোক হাসানের পরিচালনায় একই জুটির ‘নাকফুলের কাব্য’ রয়েছে মুক্তির অপেক্ষায়।
অতি সম্প্র্রতি রায়হান রাফির ওয়েব ফিল্ম ‘ব্ল্যাক মানি’তে নিজের ভিন্ন ধাঁচের অভিনয়ের অগ্নিলাভা দেখিয়ে চিত্র নির্মাতাদের মাথা ঘুরিয়ে দিয়েছেন পূজা। এরপর তার কাছে একের পর এক সিনেমা আর ওয়েব ফিল্মের গল্প নিয়ে নির্মাতারা অনবরত তার দরজার কড়া নেড়ে চলেছেন। কিন্তু বুদ্ধিমতী পূজা তার সাফল্য ধরে রাখতে চান বলেই আবারও তার আপসহীন মন্তব্য, ‘না, আমি চাইলেই যেনতেন গল্পে আবদ্ধ হতে পারি না। যে পর্যন্ত গল্পের চরিত্র আমার মনে না ধরবে ততক্ষণ পর্যন্ত আমার অপেক্ষার প্রহর গোনা থামবে না।’ অবশেষে পূজা তার এ কথারই প্রমাণ রাখলেন ‘টগর’ সিনেমার ‘জয়িতা’ হয়ে। সিনেমাটিতে যুক্ত হওয়া প্রসঙ্গে পূজা চেরী বলেন, ‘অলোক হাসান ও আদর আজাদের সঙ্গে এর আগেও আমার কাজ হয়েছে। এবার ‘টগর’ সিনেমার গল্প শুনেই আমার চোখের সামনে ভেসে উঠল একটি চ্যালেঞ্জিং কাজের চিত্র। ব্যস্ আর দেরি কীসের, রাজি হয়ে গেলাম। দর্শকও এ সিনেমায় নিজেকে ভাঙা অন্য এক পূজার ঝলক দেখার অপেক্ষায় আছেন। আগামীর সিনেমা নিয়ে পূজা বলেন, ‘চরিত্র পছন্দ না হলে আমি সরাসরি না করে দিই। আর একবার পছন্দ হয়ে গেলে সর্বোচ্চ প্রাধান্য দিই। টগর ছাড়াও আরও কয়েকটি বড় কাজ হাতে রয়েছে। সময় হলেই সেগুলোর ব্যাপারে জানাব।
‘টগর’ সিনেমাটির কাহিনি ও চিত্রনাট্য এ আর মুভি নেটওয়ার্ক টিমের। সংলাপ লিখেছেন মামুনুর রশিদ তানিম। সিনেমাটি আগামী ঈদুল আজহায় মুক্তি দেওয়ার জন্য নির্মিত হচ্ছে বলে প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে। এদিকে আজ (মঙ্গলবার) থেকে চট্টগ্রামের নজরকাড়া সব লোকেশনে ক্যামেরা ওপেন হচ্ছে ‘টগর’ সিনেমার। ২০১১ সালে মাত্র ১১ বছর বয়সে শিশুশিল্পী হিসেবে জাকির হোসেন রাজুর ‘মনের ঘরে বসত করে’ সিনেমার মাধ্যমে হাঁটি হাঁটি পা পা করে অভিনয়ে যাত্রা পূজার। শিশুশিল্পী হিসেবে কয়েকটি সিনেমায় অভিনয়ের পর ২০১৮ সালে ‘নূর জাহান’ সিনেমা দিয়ে বড় পর্দার নায়িকা হিসেবে আত্মপ্রকাশ তার। এ পর্যন্ত এক ডজনেরও বেশি সিনেমা ও ওয়েব ফিল্ম নিয়ে শোবিজের রুপালি রাস্তায় মসৃণ পথচলা নায়িকা পূজা চেরীর। সেই ধারাবাহিকতায় এবার তার সঙ্গী প্রাত্যহিক জীবনের ছায়া নিয়ে নির্মিতব্য সিনেমা ‘টগর’।