বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের ধানের শীষের প্রার্থী হুম্মাম কাদের চৌধুরী বলেছেন, আমি এতদিন ভেবেছিল আমার ভাগ্য বেশ ভালো। ইনশাল্লাহ একদিন সংসদে যাব তারেক রহমান সাহেবের সাথে। আজকে আপনাদের সকলকে বলতে পারি ওপরে একজন আল্লাহ আছে যে আসলেই হুম্মাম কাদের চৌধুরীর ভাগ্য ভালোমতন দেখে রেখেছে। আমার সৌভাগ্য হবে রাঙ্গুনিয়ার প্রতিনিধি হিসেবে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান সাহেবের পাশাপাশি বসার সংসদে।
বিএনপির মনোনয়ন পাওয়ার পর মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে রাঙ্গুনিয়ার জিয়া নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রথম সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। পরে কাদেরনগর নিজ বাসভবনে দলীয় নেতা–কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
শুভেচ্ছা অনুষ্ঠানে হুম্মাম কাদের চৌধুরী আরও বলেন, আমাদের ভাগ্য খারাপ আজকে সালাউদ্দিন কাদের চৌধুরী এই দিন দেখতে পারছে না। আপনাদেরকে আশ্বস্ত করতে চাই— যতদিন বেঁচে আছি, মরহুম সালাউদ্দিন কাদের চৌধুরীর দেখানো সেই রাস্তায় আমি ইনশাল্লাহ হাঁটবো।
এসময় তিনি বলেন, রাঙ্গুনিয়ায় অনেক নেতা আছেন, আগে আমাদের মধ্যে কিছু মতভেদ ছিল। তবে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের নির্দেশে এখন আর কোনো গ্রুপিং নেই। আমরা সবাই ধানের শীষের পক্ষে এক হয়ে কাজ করব।
বিডি প্রতিদিন/নাজিম