এয়ার কোয়ালিটি লাইফ ইনডেক্সের (একিউএলআই) বার্ষিক প্রতিবেদনে আমাদের জন্য ভীতিকর সব তথ্য উঠে এসেছে। যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ের এনার্জি পলিসি ইনস্টিটিউটের তৈরি এ প্রতিবেদন বলছে, বাংলাদেশ বিশ্বের সবচেয়ে দূষিত দেশগুলোর অন্যতম। এর সবচেয়ে দূষিত বিভাগ ঢাকা ও চট্টগ্রাম। যেখানে ছুটির দিনেও বায়ুমান থাকে বিপজ্জনক। এ দেশে মানুষের প্রত্যাশিত আয়ুর জন্য সবচেয়ে বড় বাহ্যিক হুমকি হয়ে দাঁড়িয়েছে বায়ুদূষণ। এর কারণে মানুষের আয়ু গড়ে সাড়ে পাঁচ বছর কমছে। বায়ুদূষণের পাশাপাশি ধূমপানও আয়ুক্ষয় করছে। প্রতিবেদনে বলা হয়েছে, দেশের প্রায় সব মানুষ এমন এলাকায় বসবাস করে, যেখানে বস্তুকণা (পিএস ২ দশমিক ৫) দূষণের বার্ষিক গড় মাত্রা আন্তর্জাতিক ও জাতীয় মানদণ্ডের চেয়ে বেশি। এমনকি সবচেয়ে কম দূষিত জেলা লালমনিরহাটেও বস্তুকণা দূষণের হার বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী ৭ গুণ বেশি। অথচ ডব্লিউএইচওর নির্দেশনা অনুযায়ী বায়ুমান ভালো থাকলে ঢাকা ও চট্টগ্রামের মানুষের আয়ু গড়ে ছয়-সাত বছর বৃদ্ধি পেতে পারত। প্রতিবেদনে তুলে ধরা তথ্য বলছে, ১৯৯৮ থেকে ২০২৩ সালের মধ্যে বাংলাদেশের বাতাসে পিএম ২ দশমিক ৫ কণার ঘনত্ব ৬৬ শতাংশেরও বেশি বেড়েছে। ফলে মানুষের গড় আয়ু আরও কমেছে। প্রতিবেদনে গোটা দক্ষিণ এশিয়ার বায়ুদূষণ সম্পর্কেই সতর্ক বার্তা দেওয়া হয়েছে। ২০২২ থেকে ’২৩-এর মধ্যে এ অঞ্চলে বায়ুদূষণ প্রায় ৩ শতাংশ বেড়েছে। এ কারণে দক্ষিণ এশিয়ার মানুষের গড় আয়ু প্রায় তিন বছর কমেছে। এয়ার কোয়ালিটি লাইফ ইনডেক্স মনে করে, জীবাশ্ম জ্বালানির উৎসের দিকে মনোযোগ দিলে স্থানীয় বায়ুর মান ভালো হবে। বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায়ও তা সহায়ক হবে। বাস্তব পরিপ্রেক্ষিত বিবেচনায় নিয়ন্ত্রণহীন ও ক্রমবর্ধমান বায়ুদূষণের ক্ষতি কমাতে মাস্ক পরা, সম্ভব হলে এয়ার পিউরিফায়ার ব্যবহার করা, নগর, বন্দরসহ সারা দেশে পর্যাপ্ত পরিমাণ গাছ লাগানো এবং ব্যাপক মাত্রায় সচেতনতা বৃদ্ধির পদক্ষেপ নেওয়া প্রয়োজন। সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার পাশাপাশি স্থানীয় প্রশাসন, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন, এমনকি শিক্ষার্থীসহ তরুণ জনশক্তিকে এ বিষয়ে জোরালো ও কার্যকর ভূমিকা নিতে হবে। সমষ্টির দীর্ঘ, সুস্থ জীবনের জন্য এর কোনো বিকল্প নেই।
শিরোনাম
- শনিবার সারা দেশে বিক্ষোভ করবে গণঅধিকার পরিষদ, ঢাকায় সমাবেশ
- নুরের ওপর হামলার ঘটনা তদন্ত করা হবে : প্রেস সচিব
- নির্বাচনের অপেক্ষায় ১৮ কোটি মানুষ
- গুম বন্ধে আন্তর্জাতিক কনভেনশন অনুযায়ী আইন করবে বিএনপি : তারেক রহমান
- রাকসু ইতিহাসে প্রথম নারী ভিপি প্রার্থী তাসিন খান
- বিএনপি ছাড়া কিছু রাজনৈতিক দল চাইছে নির্বাচন পেছাতে : রুমিন ফারহানা
- গোবিন্দগঞ্জে বালু উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষে সাংবাদিকসহ আহত ১০
- জাতীয় পার্টির কার্যালয়ের সামনে ধাওয়া-পাল্টা ধাওয়া
- চট্টগ্রামের উন্নয়নে সিটির সীমানা বৃদ্ধি প্রয়োজন : মেয়র শাহাদাত
- ভারত চ্যাম্পিয়ন, সাফ শিরোপা স্বপ্নভঙ্গ বাংলাদেশের
- কলমাকান্দায় জব্দ দুই নৌকার বালু ফেলা হলো বিলে, কৃষকদের ক্ষোভ
- বুয়েট শিক্ষার্থী শাদিদের চিকিৎসার খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা
- জাকসু নির্বাচনের চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ
- চট্টগ্রাম বন্দরের এনসিটিতে কনটেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড
- আমেরিকার ৯০০ স্থানে বিক্ষোভের ডাক
- নবজাতককে ফেলে পালালেন মা, বিপাকে বাবা
- মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে কিশোরী নিখোঁজ
- হাফ-সেঞ্চুরির দ্বারপ্রান্তে রিশাদ-সাইফুদ্দিন
- জাতীয় দিবসে ১৪ হাজার বন্দিকে মুক্তি দিচ্ছে ভিয়েতনাম
- হাওর মহাপরিকল্পনার খসড়া মূল্যায়ন ও হালনাগাদকরণে মতামত আহ্বান
বায়ুদূষণ
হ্রাসে চাই সমন্বিত উদ্যোগ-প্রচেষ্টা
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর