বলিউডে বহুল আলোচিত সিনেমা ‘পতি পত্নী অউর ওহ’-এর সিক্যুয়েলের শুটিং সেটে দেখা দিল বিশৃঙ্খলা। নির্মাতা প্রয়াগরাজ পরিচালিত এই ছবির শুটিং চলাকালে নায়ক আয়ুষ্মান খুরানা ও অভিনেত্রী সারা আলি খানকে কেন্দ্র করে নানা ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।
প্রথম ভিডিওতে দেখা যায়, শুটিং দেখতে ভিড় জমায় স্থানীয়রা। সেখানে পরিচালক ও কয়েকজন কলাকুশলীর সঙ্গে তাদের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে হাতাহাতি, কলার ধরা, এমনকি চুল টানা–হেঁচড়ার ঘটনাও ঘটে। উত্তেজনা সামাল দিতে এগিয়ে আসেন স্থানীয় পুলিশ কর্মকর্তা ও উপস্থিত কিছু মানুষ।
অন্য একটি ভিডিওতে দেখা যায়, গাড়ির ভেতরে বসা অবস্থায় আয়ুষ্মান খুরানা ও সারা আলি খানের মধ্যে তুমুল বাকবিতণ্ডা হয়। রাগান্বিত ভঙ্গিতে সারাকে জবাব দেন আয়ুষ্মান, আর এতে ক্ষুব্ধ হয়ে গাড়ি থেকে নেমে যান সারা। তবে এটি আসল ঝগড়া নাকি সিনেমার কোনো দৃশ্য—তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।
এই ছবির প্রধান চরিত্রে রয়েছেন আয়ুষ্মান খুরানা, সারা আলি খান ও ওয়ামিকা গাব্বি। তবে শুটিং সেটের বিশৃঙ্খলা নিয়ে এখনো নির্মাতাদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
বিডি প্রতিদিন/আশিক