সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দহকলকলায় বিয়ের শ্যালো নৌকা ও বাইচের নৌকার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। নিখোঁজ রয়েছে একজন।
শুক্রবার রাতে উপজেলার মোহনপুর ইউনিয়নের দহকুলা ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি
উল্লাপড়ার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল হাসান জানান, উল্লাপাড়ায় একটি বাইচের নৌকা মহড়া শেষে ফিরে আসছিল। পথে নৌকাটি দহুকুলা ব্রিজের পাশে পৌঁছালে একটি ইঞ্জিনচালিত বিয়ের শ্যালো নৌকা বিপরীত দিক থেকে এসে সেটির ওপর উঠে যায়। এতে করে বাইচের নৌকাটি সর্ম্পূ ডুবে যায়।
ওসি জানান, এতে বাইচের নৌকার দুইজন মাঝি মারা যান। এছাড়া, বাইচের নৌকার প্রায় ১৫ জন গুরুতর আহত হন। তাদের উল্লাপাড়ার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাইচের নৌকাটি পানির নিচে তলিয়ে গেছে। এখনো একজন নিঁখোজ রয়েছেন বলে জানা গেছে।
বিডি প্রতিদিন/কেএ