বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে ৫০ উইকেট শিকারের দ্বারপ্রান্তে স্পিনার রিশাদ হোসেন ও পেসার মোহাম্মদ সাইফুদ্দিন।
আগামীকাল শনিবার থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামছে স্বাগতিক বাংলাদেশ। এ সিরিজে রিশাদ ২ এবং সাইফুদ্দিন ৪ উইকেট শিকার করলেই, টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের হয়ে ৫০ উইকেট ক্লাবে প্রবেশ করবেন তারা।
ইতোমধ্যে বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে পাঁচজন বোলার ৫০ বা ততোধিক উইকেট শিকার করেছেন।
১৪৯ উইকেট নিয়ে টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ শিকারি সাকিব আল হাসান। ১৩৯ উইকেট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে আছেন মুস্তাফিজুর রহমান। এছাড়াও তাসকিন আহমেদ ৮৮, শরিফুল ইসলাম ৫৮ ও মেহেদী হাসান ৫৬ উইকেট শিকার করেছেন।
২০২৩ সালে অভিষেকের পর এখন পর্যন্ত দেশের হয়ে ৪০টি ম্যাচ খেলেছেন রিশাদ। ২০১৭ সালে অভিষিক্ত সাইফুদ্দিন খেলেছেন ৪১ ম্যাচ।
বিডি-প্রতিদিন/বাজিত