নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘আমরা এমন সরকার গঠন করতে চাই, যে সরকারে থাকবে সব ভালোমানুষ। আপনারা খারাপ মানুষকে ভোট দিয়ে সংসদে পাঠাবেন না।’ গতকাল বিকালে কুমিল্লার চান্দিনায় পৌর এলডিপির ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। মাহমুদুর রহমান মান্না বলেন, আমার দেখা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভালো মানুষ। তিনি সরকারে থাকাকালে দেশের টাকা বিদেশে পাঠিয়ে দেশের ক্ষতি করেননি। স্বৈরাচার শেখ হাসিনার আমলে তার নেতা-কর্মীরা দেড় লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে। মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। আবু সাঈদ ও মুগ্ধদের মতো শহীদদের রক্তের বিনিময়ে স্বৈরাচারের পতন ঘটিয়ে আমরা ভোটের অধিকার জিতেছি। তাদের মর্যাদা আমাদের রক্ষা করতে হবে।