গুম হওয়া বলতে সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষ মদতে কোনো ব্যক্তির নিখোঁজ হওয়াকেই বোঝে মানুষ। দেখেশুনে, ভীতিকর অভিজ্ঞতায়- এ এক মূর্তিমান আতঙ্কের নাম। এর অবসান ঘটতে চলেছে। নতুন অধ্যাদেশ আসছে, যাতে গুমের সর্বোচ্চ শাস্তি হবে মৃত্যুদণ্ড। তার সঙ্গে হতে পারে কোটি টাকা পর্যন্ত জরিমানা। রাষ্ট্রীয় নিরাপত্তা বা মনগড়া কোনো অজুহাতে কাউকে গুম করা যাবে না। ব্যাপক সমালোচিত গোপন আটক কেন্দ্র (আয়নাঘর) স্থাপন ও ব্যবহার শাস্তিযোগ্য অপরাধ ঘোষণা করে ‘গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ-২০২৫’-এর খসড়া চূড়ান্ত করেছে সরকার। তাতে কোনো সরকারি কর্মচারী বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিজ পরিচয়ে বা সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষের নির্দেশে কাউকে গুম করলে, তার জন্য সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে। সে ক্ষেত্রে কারোই ছাড় নেই। গুমের ঘটনা তদন্ত করবে মানবাধিকার কমিশন। এ ছাড়া গুমের শিকার ব্যক্তির চিকিৎসা, পুনর্বাসন ও ক্ষতিপূরণে বিশেষ তহবিল গঠন করা হচ্ছে। গুম হওয়া ব্যক্তির সম্পত্তি যেন আদালতের সম্মতিতে ব্যবহার বা হস্তান্তর করা যায়- তার ব্যবস্থাও রাখা হচ্ছে। দেশে ইতোপূর্বে যারা গুম হয়েছেন বা হতে পারেন- এমন ব্যক্তি ও তাদের পরিবারকে সুরক্ষা দিতে এ অধ্যাদেশ জারি করা হচ্ছে। খসড়া প্রস্তাবটি অনুমোদনের জন্য শিগগিরই উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপন করা হবে। অবিলম্বে এর অনুমোদন ও বাস্তবায়ন প্রত্যাশিত। মানবাধিকার সংগঠন অধিকারের এক তথ্যমতে, আওয়ামী লীগ সরকারের ২০০৯ থেকে ২০১৭ পর্যন্ত আট বছরেই চার শতাধিক ব্যক্তি গুম হন। চব্বিশে স্বৈরাচার পতনের আগপর্যন্ত বিভিন্ন বাহিনীর মাধ্যমে গুম-খুন-অপহরণের এ চর্চা নির্বিচারে চলেছে। তাতে কত পরিবার যে স্বজন, কত মা-বাবা প্রিয় সন্তান, স্ত্রী স্বামীকে, সন্তানরা বাবাকে হারিয়েছে- তার প্রকৃত হিসাব নেই। কখনো হয়তো তা নিরূপণও সম্ভব হবে না। রাষ্ট্রীয় মদতে গুম-অপহরণের এই চরম অমানবিক ও নিন্দনীয় ঘটনার পুনরাবৃত্তি রোধে অধ্যাদেশ জারির এ পদক্ষেপ প্রশংসনীয়। ছাত্র-জনতার গণ অভ্যুত্থান-পরবর্তী নতুন বাংলাদেশে এটা জুলাই চেতনারই অংশ। দ্রুত এ অধ্যাদেশ জারি হোক। পাশাপাশি সংস্কার, বিচার ও নির্বাচনের গুরুদায়িত্ব শতভাগ সাফল্যের সঙ্গে সম্পন্নে সক্ষম হোক অন্তর্বর্তী সরকার। ড. মুহাম্মদ ইউনূসের মতো বিশ্বব্যাপী সম্মানিত ব্যক্তিত্বের নেতৃত্বাধীন সরকারের কাছে জনগণের এগুলোই সংগত প্রত্যাশা।
শিরোনাম
- চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত
- সিরিয়ার প্রেসিডেন্ট শারার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল জাতিসংঘ
- জুলাই সনদের ঐকমত্যের আইনানুগ বাস্তবায়নের আহ্বান বিএনপির
- আর্থিক খাতে জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনায় নির্দেশিকা জারি
- দুই ভাইয়ের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, অগ্নিসংযোগ
- জরুরি প্রয়োজন ছাড়া চিকিৎসকদের বদলি-পদায়ন আপাতত বন্ধ
- জকসু’র খসড়া ভোটার তালিকা প্রকাশ, মোট ভোটার ১৬৩৬৫
- আফগানিস্তানে ফের গোলাবর্ষণ পাকিস্তানের
- জবিতে প্রথমবর্ষের ভর্তি আবেদন শুরু ২০ নভেম্বর
- ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির
- শহিদুল আলমের মনোনয়নের দাবিতে সাতক্ষীরা-৩ আসনে বিক্ষোভ সমাবেশ
- চীনের ট্যুরিজম ডেভেলপমেন্ট প্রোগ্রামে আমন্ত্রণ পেলেন শাবির অধ্যাপক ইফতেখার
- মাদারীপুরে জাহানকে মনোনয়ন দেওয়ার দাবিতে মিছিল
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- লজিস্টিক নীতিমালা প্রণয়নে বিনিয়োগ ও রপ্তানিতে আসবে গতি : প্রেস সচিব
- নতুন রূপে ফিরছে ‘প্রিডেটর’, এবার দেখা যাবে বাংলাদেশেও
- যৌথ বাহিনীর অভিযানে সারা দেশে আটক ১৯৪
- গাকৃবিতে ‘গমের ব্লাস্ট রোগ দ্রুত শনাক্তকরণ কিটের কার্যকারিতা যাচাই’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- প্রতিদ্বন্দ্বীর মায়ের দোয়া নিয়ে গণসংযোগ শুরু করলেন বিএনপি প্রার্থী আনিসুল
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭৪৯ মামলা