দেশের ব্যাংক খাত এখন দুর্দশার শিকার। দীর্ঘ পৌনে ১৬ বছর লুটপাটের মৃগয়াক্ষেত্র হিসেবে ব্যবহৃত হয়েছে ব্যাংক খাত। এলোমেলো করে দে মা লুটেপুটে খাই তত্ত্বে লালিত-পালিত হয়েছে এ খাতের হোতারা। যারা ছিলেন মূলত সরকারের পোষ্য শ্রেণির লোক। ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে ক্ষমতাসীনদের প্রশ্রয়ে। ফলে প্রায় প্রতিটি ব্যাংক এখন দুর্দশাগ্রস্ত অবস্থায় পতিত হয়েছে। সভ্য দুনিয়ায় দেউলিয়া ঘোষিত হয় এমন অবস্থায়ও রয়েছে ডজনখানেকের মতো ব্যাংক। দেরিতে হলেও সরকার ব্যাংক খাতের দুর্নীতির গ্রন্থিমোচনের যে উদ্যোগ নিয়েছে তা প্রশংসাযোগ্য। ব্যাংক খাতে লুটপাট বিশেষ করে ঋণ নিয়ে লোপাটের যে ঘটনা ঘটে, তার প্রতিটির সঙ্গে রয়েছে সংশ্লিষ্ট ব্যাংকের কর্তাব্যক্তিদের কালো হাত। বাংলাদেশ ব্যাংকের প্রশ্রয়ও লুটেরাদের ভরসা জুগিয়েছে। আর এ কারণেই সরকার অনিয়ম, দুর্নীতি ও লুটপাটের অভিযোগে আওয়ামী আমলে ১৫ বছর দায়িত্ব পালন করা বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ডেপুটি গভর্নর, বিএফআইইউ প্রধান এবং সরকারি-বেসরকারি ২৪টি ব্যাংকের চেয়ারম্যান, পরিচালক ও ব্যবস্থাপনা পরিচালকের দুর্নীতির বিরুদ্ধে কঠোর হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। দুর্নীতি দমন কমিশন ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। সংশ্লিষ্টদের ব্যাংক হিসাব ও সম্পদের তথ্যও তলব করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সম্প্রতি দুদক চেয়ারম্যানকে চিঠি দিয়ে ২০০৯ থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত দায়িত্বে থাকা শীর্ষ কর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে। চিঠিতে ছয় রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পর্ষদ চেয়ারম্যান, পরিচালক ও এমডিদের দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। ঋণ কেলেঙ্কারি ও অনিয়মে জড়িত ১৮ বেসরকারি ব্যাংকের বিরুদ্ধেও চলছে তদন্ত। ব্যাংক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা ও ভবিষ্যতে বৃহৎ পরিসরে দুর্নীতি প্রতিরোধের অংশ হিসেবেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। ব্যাংকিং খাতের অস্থিতিশীল অবস্থার জন্য দেশের ব্যবসাবাণিজ্য চরম দুর্দশায় পড়েছে। ব্যবসায়ীরা ব্যবসাবাণিজ্য পরিচালনায় ব্যাংক ঋণ পেতে ধকলে পড়ছেন। আর্থিক খাতের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে এ খাতের দুর্নীতির বিরুদ্ধে সরকারকে কঠোর হতেই হবে।
শিরোনাম
- ডুলাহাজারা সাফারি পার্কে হাতির আক্রমণে দুই মাহুত আহত
- ওয়াশিংটন সফরে যাচ্ছেন সৌদি ক্রাউন প্রিন্স, স্বাক্ষরিত হতে পারে প্রতিরক্ষা চুক্তি
- ইথিওপিয়ায় ট্রেন দুর্ঘটনায় নিহত ১৪
- প্রধান উপদেষ্টার সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের সাক্ষাৎ
- সুপার ওভারের রোমাঞ্চে সিরিজে ফিরল ওয়েস্ট ইন্ডিজ
- প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতের বৈঠক বুধবার
- গুপ্তচরবৃত্তির অভিযোগে পোল্যান্ডে অর্ধশতাধিক সন্দেহভাজন আটক
- আরও দুই জিম্মির মরদেহ ফেরত দিচ্ছে হামাস
- জুয়ার বিজ্ঞাপন প্রচার করলে বিনা নোটিশে বন্ধ হবে গণমাধ্যমের পোর্টাল : ফয়েজ আহমদ
- প্রথমবার মশা শনাক্ত হলো যেদেশে
- ফেসবুকে অপপ্রচারের অভিযোগে ফেনীতে বিএনপি নেতা বহিষ্কার
- প্রথমবারের মতো ফিফা টিডিএস ওয়ার্কশপ আয়োজন বাফুফে’র
- নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারে তীব্র গোলাগুলি, এপারে আতঙ্ক
- আরও ১৫ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিল ইসরায়েল
- সিটি কর্পোরেশন হচ্ছে সাভার, কেরানীগঞ্জ পৌরসভা
- ভারতের সঙ্গে ১০ চুক্তি ‘বাতিলের’ তথ্য সঠিক নয়: পররাষ্ট্র উপদেষ্টা
- ছাগলনাইয়ায় ধানের শীষের পথসভা অনুষ্ঠিত
- চট্টগ্রাম বন্দরে আমদানি-নিষিদ্ধ ৬০ টন ঘনচিনি জব্দ
- রাজশাহী স্টেশনে ঢালারচর এক্সপ্রেসের বগি লাইনচ্যুত
- সার্টিফিকেট নয়, দক্ষ মানবসম্পদ গড়াই বাউবির লক্ষ্য: উপাচার্য