দেশের ব্যাংক খাত এখন দুর্দশার শিকার। দীর্ঘ পৌনে ১৬ বছর লুটপাটের মৃগয়াক্ষেত্র হিসেবে ব্যবহৃত হয়েছে ব্যাংক খাত। এলোমেলো করে দে মা লুটেপুটে খাই তত্ত্বে লালিত-পালিত হয়েছে এ খাতের হোতারা। যারা ছিলেন মূলত সরকারের পোষ্য শ্রেণির লোক। ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে ক্ষমতাসীনদের প্রশ্রয়ে। ফলে প্রায় প্রতিটি ব্যাংক এখন দুর্দশাগ্রস্ত অবস্থায় পতিত হয়েছে। সভ্য দুনিয়ায় দেউলিয়া ঘোষিত হয় এমন অবস্থায়ও রয়েছে ডজনখানেকের মতো ব্যাংক। দেরিতে হলেও সরকার ব্যাংক খাতের দুর্নীতির গ্রন্থিমোচনের যে উদ্যোগ নিয়েছে তা প্রশংসাযোগ্য। ব্যাংক খাতে লুটপাট বিশেষ করে ঋণ নিয়ে লোপাটের যে ঘটনা ঘটে, তার প্রতিটির সঙ্গে রয়েছে সংশ্লিষ্ট ব্যাংকের কর্তাব্যক্তিদের কালো হাত। বাংলাদেশ ব্যাংকের প্রশ্রয়ও লুটেরাদের ভরসা জুগিয়েছে। আর এ কারণেই সরকার অনিয়ম, দুর্নীতি ও লুটপাটের অভিযোগে আওয়ামী আমলে ১৫ বছর দায়িত্ব পালন করা বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ডেপুটি গভর্নর, বিএফআইইউ প্রধান এবং সরকারি-বেসরকারি ২৪টি ব্যাংকের চেয়ারম্যান, পরিচালক ও ব্যবস্থাপনা পরিচালকের দুর্নীতির বিরুদ্ধে কঠোর হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। দুর্নীতি দমন কমিশন ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। সংশ্লিষ্টদের ব্যাংক হিসাব ও সম্পদের তথ্যও তলব করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সম্প্রতি দুদক চেয়ারম্যানকে চিঠি দিয়ে ২০০৯ থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত দায়িত্বে থাকা শীর্ষ কর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে। চিঠিতে ছয় রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পর্ষদ চেয়ারম্যান, পরিচালক ও এমডিদের দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। ঋণ কেলেঙ্কারি ও অনিয়মে জড়িত ১৮ বেসরকারি ব্যাংকের বিরুদ্ধেও চলছে তদন্ত। ব্যাংক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা ও ভবিষ্যতে বৃহৎ পরিসরে দুর্নীতি প্রতিরোধের অংশ হিসেবেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। ব্যাংকিং খাতের অস্থিতিশীল অবস্থার জন্য দেশের ব্যবসাবাণিজ্য চরম দুর্দশায় পড়েছে। ব্যবসায়ীরা ব্যবসাবাণিজ্য পরিচালনায় ব্যাংক ঋণ পেতে ধকলে পড়ছেন। আর্থিক খাতের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে এ খাতের দুর্নীতির বিরুদ্ধে সরকারকে কঠোর হতেই হবে।
শিরোনাম
- প্রকৌশল শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করলেন ডিএমপি কমিশনার
- দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা
- তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত
- রাশিয়ার মিত্রদের ওপর নিষেধাজ্ঞা চান অধিকাংশ মার্কিন নাগরিক
- শিক্ষার্থীদের ওপর হামলা অনাকাঙ্ক্ষিত : ফাওজুল কবির
- নির্বাচন চাইলে শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করুন : সমাজকল্যাণ উপদেষ্টা
- ফ্যাসিস্ট হাসিনার নৃশংসতার প্রতিবাদে জেগে ওঠে ছাত্র-জনতা : মাহফুজ আলম
- ফ্রান্স-স্পেনসহ চারটি দেশে ভোটার নিবন্ধনে সম্মতি পেয়েছে ইসি
- ভারতের ছাড়া পানিতে বন্যা, বিস্ফোরণে বাঁধ উড়িয়ে দিলো পাকিস্তান (ভিডিও)
- একসঙ্গে ২২৫ কর পরিদর্শককে বদলি
- বিয়ের অনুষ্ঠানে গুলি করে উদযাপন, বরের মৃত্যু
- প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে তিন উপদেষ্টা
- শিক্ষা কার্যক্রমকে যুগোপযোগী ও প্রতিযোগিতামূলক করে তোলার আহ্বান
- ‘কৃষকরা মৌসুমী সবজির ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছেন’
- পিআর নিয়ে কয়েকটি দল মামা বাড়ির আবদার করছে : রিজভী
- সরকারের কমিটি প্রত্যাখ্যান, নতুন ৫ দফা ঘোষণা প্রকৌশল শিক্ষার্থীদের
- এটিইও নিয়োগ পরীক্ষার তারিখ পরিবর্তন
- ‘খেটে-খাওয়া মানুষের জীবনমান না বদলালে দেশের পরিবর্তন হবে না’
- স্কুল শ্রেণিকক্ষে মোবাইল ফোন নিষিদ্ধ করল দক্ষিণ কোরিয়া
- বগুড়ায় ১৫ টাকা কেজি দরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রি
ব্যাংক লুটপাট
লুটেরাদের বিরুদ্ধে কঠোর হোন
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর