চট্টগ্রামের ফটিকছড়িতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বিশেষ অবদান রাখায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমদ 'ভালো কাজের স্বীকৃতি' বিশেষ পুরস্কার পেয়েছেন।
গত ২৭ আগস্ট (বুধবার) চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভায় তার হাতে এ ক্রেস্ট তুলে দেন জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু।
সভায় ফটিকছড়ি থানা এলাকায় শান্তিপূর্ণ আইনশৃঙ্খলা, চুরি-ডাকাতি, পলাতক আসামি গ্রেফতার, মাদক উদ্ধার, ছিনতাই, জুয়ার মতো অপরাধ দমনে কার্যকরি পদক্ষেপ নেওয়ায় ভালো কাজের স্বীকৃতি হিসেবে ওসি নূর আহমদের হাতে পুরস্কার হিসেবে এ সম্মাননা দেয়া হয়। এ সময় সভায় জেলার সকল থানার অফিসার ইনচার্জগণ ও জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
জানা যায়, নূর আহমদ ফটিকছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই, খুন-খারাবি, চাঁদাবাজি, মাদক ও জুয়ার মতো অপরাধ দমনসহ ফটিকছড়িবাসীকে আইনি সেবা নিশ্চিত করতে সাধারণ মানুষের জন্য দিনরাত কাজ করে যাচ্ছেন।যার ফলে থানা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উল্লেখযোগ্য উন্নতি লাভ করে।
ওসি নূর আহমদ এই অর্জনের জন্য পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতুসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এই স্বীকৃতি সকল পুলিশ সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল। ফটিকছড়ির জনগণও আইনশৃঙ্খলা রক্ষায় সর্বাত্মক সহযোগিতা করেছেন। আশা করি এই ধারা অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/এএ