চুয়াডাঙ্গায় মায়ের মৃত্যু সংবাদ শুনে মানসিক আঘাতে প্রবাস ফেরত যুবক সাইফুল ইসলামের মৃত্যু হয়েছে। শনিবার রাত ৮টার দিকে পৌর এলাকার বাগানপাড়ায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানান, বাগানপাড়ার মৃত আলাউদ্দিনের স্ত্রী চায়না খাতুন দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। শনিবার সন্ধ্যায় তিনি বাড়ির সামনে পড়ে গিয়ে আহত হন এবং স্থানীয়রা তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। এ খবর পেয়ে হাসপাতাল ছুটে আসেন প্রবাস ফেরত ছেলে সাইফুল ইসলাম। হাসপাতালে পৌঁছানোর সঙ্গে সঙ্গে তিনি মায়ের মৃত্যুর খবর জানতে পারেন। মানসিক আঘাতে সাইফুল ইসলাম স্ট্রোক করেন এবং হাসপাতালেই মারা যান।
জানাগেছে, সাইফুল ইসলাম দুই বছর ধরে ওমানে প্রবাসী ছিলেন। দুই মাস আগে ছুটিতে বাড়ি এসেছিলেন। আগামী ১৫ সেপ্টেম্বর তিনি পুনরায় ওমানে ফিরে যাওয়ার কথা ছিল।
বিডি প্রতিদিন/আশিক