ইরান ও ইসরায়েলের যুদ্ধ ১২ দিনের মাথায় শেষ হলো। দুই পক্ষই যুদ্ধ বন্ধের সম্মতি দেওয়ায় রক্তক্ষয়ী যুদ্ধের ইতি ঘটেছে। যুদ্ধবিরতির প্রস্তাব আসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে। যুক্তরাষ্ট্রের ৫১তম রাজ্য বলে পরিচিত ইসরায়েল সে প্রস্তাবে সম্মতি দেয়। সোমবার ইসরায়েলে প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতির পর ইরানও সম্মতি জানায় যুদ্ধবিরতিতে। ১৩ জুন ইরানের সামরিক বাহিনীর সদর দপ্তর, তিনটি পারমাণবিক কেন্দ্রসহ বিভিন্ন স্থাপনায় হামলা চালায় ইসরায়েল। অবিশ্বাস্য ধরনের ক্ষয়ক্ষতির সম্মুখীন হয় ইরানিরা। সে অবস্থা থেকে তারা যে পাল্টা আঘাত হানার কৃতিত্ব দেখিয়েছে, তারও নজির পাওয়া ভার। মুখে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়ে ধ্বংস করে দেয়। পাল্টা ব্যবস্থা হিসেবে সোমবার রাতে কাতার ও ইরাকে অবস্থিত মার্কিন বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ইরাকের একটি ঘাঁটি ও কাতারের আল উদেইদ বিমানঘাঁটিতে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিঘাত করার সাহস দেখায় তারা। যুক্তরাষ্ট্রের একজন প্রতিরক্ষা কর্মকর্তাও ইরানের হামলার কথা নিশ্চিত করেছেন। তিনটি পরমাণু স্থাপনায় ‘অপারেশন মিডনাইট হ্যামার’ নামে যুক্তরাষ্ট্রের বিমান হামলার জবাবে পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছিল ইরান। দেশটির সশস্ত্র বাহিনীর নতুন প্রধান আবদোল রহিম মোসাভি বলেছিলেন, ‘অপরাধী যুক্তরাষ্ট্রের জানা উচিত ইসরায়েল নামের অবৈধ ও আগ্রাসি সন্তানের শাস্তির পাশাপাশি ইসলামের যোদ্ধাদের হাত এখন যুক্তরাষ্ট্রের স্বার্থ এবং সেনাবাহিনীর বিরুদ্ধে যে কোনো পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তুত। এ হুঁশিয়ারির পরপরই তেহরানের তরফে ইরাক ও কাতারে মার্কিন ঘাঁটিতে হামলা চালানো হয়। এর আগে সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে হাসাকাহ প্রদেশের কাসরুক এলাকার মার্কিন ঘাঁটিতে হামলা চালায় ইরান-সমর্থিত মিলিশিয়ারা। ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির মাধ্যমে ইরান নিজের জয় ও সুরক্ষা নিশ্চিত করেছে। পারমাণবিক সক্ষমতা ধ্বংস করার জন্য ইরানে যে হামলা চালানো হয়েছিল, তা কার্যত ব্যর্থ হয়েছে মূল উপাদান আগেভাগে সরিয়ে নেওয়ার কারণে। এর ফলে ইসরায়েল ও মার্কিন স্বার্থের জন্য বড় বাধা হিসেবে ইরান তার অস্তিত্ব বজায় রাখতে পারবে।
শিরোনাম
- হাসিনার বিরুদ্ধে মামলায় ট্রাইব্যুনালে ১২ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ
- ডাকসু নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি : ছাত্রদল
- জুরাইনে ফুটপাতে পড়েছিল দুই লাশ
- সম্পর্ক জোরদারে ভারতে চীনের পররাষ্ট্রমন্ত্রী
- তিন শর্তে পিতৃত্বকালীন ছুটি দেওয়া যেতে পারে : স্বাস্থ্য উপদেষ্টা
- থাকছে না নিবন্ধন পরীক্ষা, যে পদ্ধতিতে হবে শিক্ষক নিয়োগ
- বদলে যাচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার নাম
- আগস্টের ১৭ দিনে রেমিট্যান্স ১৪২৪ মিলিয়ন ডলার
- সচিব হলেন আবু ইউসুফ, সমাজকল্যাণ মন্ত্রণালয়ে পদায়ন
- সাদাপাথরকাণ্ড: সিলেটের জেলা প্রশাসক ও ইউএনও বদলি
- মোদিকে ফোনে কী বললেন পুতিন?
- বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে কমিটি গঠন
- ব্রাহ্মণবাড়িয়ায় ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে অভিযান
- ডাকসু নির্বাচনে ভিপি পদে লড়বেন উমামা
- নরওয়ের তেল শোধনাগার অবরোধ গ্রেটা থুনবার্গের
- মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে নতুন সচিব রেহানা পারভীন
- করিডোর ইস্যুতে আর্মেনিয়া যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট
- টেকনাফে দেড় কোটি টাকার ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার
- নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীতে ২৭৬৩৭ জন নিয়োগ
- ইউক্রেনকে ভর্ৎসনা হাঙ্গেরির
অবশেষে যুদ্ধবিরতি
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নতিস্বীকার
প্রিন্ট ভার্সন
