বাণিজ্যে বসতে লক্ষ্মী প্রবাদটি দেশের রাজনৈতিক অস্থিরতায় অন্তঃসারশূন্য হয়ে দাঁড়িয়েছে। খেলাপি ঋণ দেশের অর্থনীতির জন্য অভিশাপ হয়ে বিরাজ করছে যুগ যুগ ধরে। ঋণখেলাপির পেছনে এত দিন সিংহভাগ ক্ষেত্রে লুটপাটের মনোভাব ছিল মূলত দায়ী। উৎকোচ দিয়ে বড় অঙ্কের ঋণ নিয়ে উধাও হওয়ার প্রক্রিয়ায় প্রতি বছরই বেড়েছে খেলাপি ঋণের পরিমাণ। স্বীকার করতেই হবে ঋণ নিয়ে অদক্ষতা কিংবা অভাবিত দুর্যোগের কারণে শোধ দিতে না পেরে খেলাপির সাইনবোর্ড কপালে লাগাতে বাধ্য হয়েছেন কেউ কেউ। দেশের ব্যাংকগুলো ঋণখেলাপি রোধে তৎপর হয়ে উঠলেও গত এক বছরে এর পরিমাণ দ্বিগুণেরও বেশি হওয়ার পেছনে দায়ী রাজনৈতিক অস্থিরতা। দেশে এ মুহূর্তে খেলাপি ঋণের পরিমাণ ৪ লাখ ২০ হাজার কোটি টাকারও বেশি। মাত্র তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৭৪ হাজার ৫৭০ কোটি টাকা। এক বছরের ব্যবধানে বেড়েছে ২ লাখ ৩৮ হাজার কোটি টাকারও বেশি। দেশের ব্যাংকব্যবস্থায় গত মার্চ মাস শেষে খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ২০ হাজার ৩৩৪ কোটি ৯৪ লাখ টাকা, যা গত ডিসেম্বর শেষে ছিল ৩ লাখ ৪৫ হাজার ৭৬৪ কোটি ৮৬ লাখ টাকা। জানুয়ারি-মার্চ প্রান্তিকেই শ্রেণীকৃত ঋণ বা খেলাপি ঋণ বেড়েছে ৭৪ হাজার ৫৭০ কোটি ৮ লাখ টাকা। মার্চ শেষে মোট বিতরণ করা ঋণের ২৪ দশমিক ১৩ শতাংশই খেলাপি হয়ে গেছে। মার্চ পর্যন্ত ব্যাংকগুলো বিতরণ করেছে ১৭ লাখ ৪১ হাজার ৯৯২ কোটি ১৩ লাখ টাকা। তিন মাস আগে তা ছিল ১৭ লাখ ১১ হাজার ৪০২ কোটি টাকা। গত মার্চ পর্যন্ত রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকের মোট ঋণের ৪৫ দশমিক ৭৯ শতাংশ খেলাপিতে পরিণত হয়েছে। তিন মাস আগে তা ছিল ৪২ দশমিক ৮৩ শতাংশ। বেসরকারি ব্যাংকের খেলাপি ঋণও বেড়েছে সাড়ে ৪ শতাংশের বেশি। অন্তর্বর্তী সরকারের আমলে ব্যাংকঋণ নিয়ে উধাও হওয়ার সুযোগ অনেকাংশে বন্ধ হলেও ব্যবসাবাণিজ্যের পরিবেশ রুদ্ধ হয়ে পড়ায় বন্ধ হয়েছে একের পর এক কলকারখানা ও ব্যবসাপ্রতিষ্ঠান। সমূহসর্বনাশ এড়াতে হলে ব্যবসাবাণিজ্যের ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে, তা রোধে উদ্যোগী হতে হবে।
শিরোনাম
- ১৪ বছর পর নতুন করে ফিরছে আজম খানের 'উচ্চারণ'
- টানা ৯ দিন পানি ছাড়া কিছুই খান না নার্গিস
- গাজা গণহত্যায় অংশগ্রহণকারী ইসরায়েলি সেনার আত্মহত্যা; ‘শুধুই লাশের গন্ধ পেতেন’
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (৮ জুলাই)
- বাংলাদেশি পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক রাখলেন ট্রাম্প
- ইলন মাস্ককে রাজনীতি থেকে দূরে থাকতে বললেন মার্কিন মন্ত্রী
- দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কৃষকদলের সদস্য সচিব বহিষ্কার
- জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের নামে নামকৃত চত্বর ও সড়ক উদ্বোধন
- ঝিনাইদহে পুলিশ কর্মকর্তা হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড
- ‘জুলাই শহিদদের প্রেরণা অনুসরণ করলে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ সম্ভব’
- জানুয়ারি-মার্চ প্রান্তিকে দেশের জিডিপি প্রবৃদ্ধি ৪.৮৬ শতাংশ
- পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত না মেনে পদোন্নতি প্রক্রিয়ার বিরুদ্ধে এফডিসিতে বিক্ষোভ
- মাগুরায় সাপের কামড়ে মাদ্রাসা ছাত্রীর মৃত্যু
- ওয়ানডে র্যাঙ্কিংয়ে নবম স্থানে টাইগাররা
- সাভারে পিস্তল ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার
- ভোট দেব সন্দ্বীপে, এমপি হবে 'মালদ্বীপে' : নবীউল্লাহ নবী
- ইরানের প্রেসিডেন্টকে হত্যার চেষ্টা করেছে ইসরায়েল: রিপোর্ট
- এশিয়ান কাপ নিশ্চিত করে ৫০ লাখ টাকা পাচ্ছে নারী দল
- রাজনৈতিক পরিবর্তন ছাড়া ব্যাংকের কোনও নীতিমালাই কাজ করবে না: গভর্নর
- ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, আকাশে ১৮ কিলোমিটার উঁচু ছাইয়ের স্তম্ভ
বেড়েছে খেলাপি ঋণ
ব্যবসাবাণিজ্যে প্রতিবন্ধকতার কুফল
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর