নিখোঁজ হওয়ার একদিন পর যশোরের শার্শা উপজেলার মান্দারতলা বিলে পাওয়া গেছে এক বিএনপি কর্মীর মরদেহ। নিহতের নাম খায়রুল ইসলাম (২৮)। তিনি শার্শার বাহাদুরপুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের নুর মোহাম্মদের ছেলে এবং স্থানীয়ভাবে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেলে খায়রুল বাড়ি থেকে বেনাপোল বাজারে যাওয়ার কথা বলে বের হন। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। শুক্রবার বিকেলে স্থানীয়রা মান্দারতলা বিলে মাছ ধরতে গিয়ে একটি মরদেহ দেখতে পেয়ে শার্শা থানায় খবর দেন। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠায়। শনিবার সকালে ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
নিহতের চাচাতো ভাই ও বেনাপোল পোর্ট থানা বিএনপির বাহাদুরপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি জানান, ‘বৃহস্পতিবার বিকেলে খায়রুল বাড়ি থেকে বের হয়। অনেক খোঁজাখুঁজির পর শুক্রবার সকালে স্বরূপদাহ গ্রামের কিছু লোক বিলে মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে। পরে শনাক্ত করি, এটি আমার ভাই খায়রুলের মরদেহ।’
বিডি প্রতিদিন/জামশেদ