নারায়ণগঞ্জের রূপগঞ্জের রোহিলা এলাকায় কয়েক দিনের টানা বৃষ্টির পানিতে কৃষিজমি তলিয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন স্থানীয় শত শত কৃষক। তাদের কথা চিন্তা করে বিদ্যুৎ ও পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলে জলাবদ্ধতা নিরসনের ব্যবস্থা করে আবাদি জমিতে ধানের চারা রোপণ করা হয়।
কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ দুলাল হোসেনের উদ্যোগে এসব চারা বিতরণ ও রোপণ করা হয়েছে। শনিবার সকাল থেকে স্থানীয় কৃষকদের সাথে নিয়ে রোহিলা বিলে আবাদি জমিতে ধানের চারা রোপণ করেন তিনি।
এসময় মোহাম্মদ দুলাল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে স্থানীয় কৃষকদের সাথে নিয়ে আবাদি জমিতে ধানের চারা রোপণ করা হয়েছে। তাছাড়া অতিবৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত স্থানীয় কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও কৃষি বীজ বিতরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই