রাজনৈতিক আকাশে সৃষ্ট কালো মেঘ কেটে যাওয়ার আলামত লক্ষ করা যাচ্ছে সংশ্লিষ্ট পক্ষগুলোর দায়িত্বশীল ভূমিকায়। ইতোমধ্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তাঁর পদত্যাগের গুঞ্জন নাকচ করে দিয়েছেন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে তিনি নির্বাচন সম্পর্কে আগের অবস্থান বজায় রেখেছেন। বলেছেন নির্বাচন হবে ডিসেম্বর থেকে জুনের মধ্যে। রাজনৈতিক দলগুলোও কাদাছোড়াছুড়ির অপচর্চা থেকে সরে এসেছে। সেনাবাহিনীকে বিতর্কিত করা উচিত নয়- এই বোধ গড়ে উঠেছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। যা গণতন্ত্রের পথে জাতির অভিযাত্রায় সহায়ক হবে বলে আশা করা যায়। প্রধান উপদেষ্টা ইতোমধ্যে সংকট উত্তরণে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছেন। শনিবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, সংকট সমাধানের একমাত্র পথ গণতান্ত্রিক উত্তরণ। ডিসেম্বরের মধ্যেই অংশগ্রহণমূলক নির্বাচন এবং তার আগে সংস্কার ও জুলাই হত্যাকাণ্ডের বিচার এগিয়ে নেওয়ার পরামর্শও দিয়েছে তারা। বলা হয়েছে, বিএনপি ক্ষমতায় গেলে অসম্পন্ন থাকা সংস্কার ও বিচারপ্রক্রিয়া দুটিই সম্পন্ন করবে। জুলাই গণ অভ্যুত্থান সংঘটিত হয়েছিল কর্তৃত্ববাদী শাসনের অবসান এবং গণতন্ত্রের পথে জাতির পথ চলা নিশ্চিত করার জন্য। কর্তৃত্ববাদী শাসন অবসান নিশ্চিত হয় দেশপ্রেমিক সেনাবাহিনী জনগণের কাতারে অবস্থান নেওয়ার কারণে। সাড়ে ৯ মাস ধরে সেনাসদস্যরা দেশের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে যে কষ্টকর ভূমিকা পালন করছেন, তা জাতিকে কৃতজ্ঞতার পাশে আবদ্ধ করেছে। কিন্তু মতলববাজরা সেনাবাহিনীর অবদানকে স্বীকার করার বদলে তাদের প্রতিপক্ষ বানানোর যে অপখেলায় মেতে ওঠে, তা জাতিকে গভীর সংকটের দিকে ঠেলে দেয়। বিদ্যমান নৈরাজ্য সীমা অতিক্রমের পাশাপাশি গৃহযুদ্ধের হুমকিও সৃষ্ট হয় অর্বাচীনদের কারণে। আমরা মনে করি, স্বাধীনতা-সার্বভৌমত্ব সুদৃঢ়করণ ও জাতির অস্তিত্বরক্ষায় গণতন্ত্রের পথে ফিরে যাওয়ার বিকল্প নেই। দেশকে এগিয়ে নিতে প্রতিষ্ঠা করতে হবে নির্বাচিত রাজনৈতিক সরকার। দেশের স্বাধীনতা, উন্নয়ন, সবকিছুই অর্জিত হয়েছে রাজনৈতিক নেতৃত্বের হাত দিয়ে। এ সত্যকে ভুলে যাওয়ার অবকাশ নেই।
শিরোনাম
- লামা উপজেলার পর্যটনকেন্দ্র সব পর্যটকদের জন্য উন্মুক্ত
- চীনে বৈদ্যুতিক গাড়ির বাজারে লাগাম টানতে সরকারের কড়াকড়ি
- ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের ‘দড়িতে বাঁধা কুকুর’ আখ্যা খামেনির
- শহরের জন্য কাজ করা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নাগরিক পদক দিচ্ছে ডিএনসিসি
- রাবির তিন কর্মকর্তাকে আটক করে পুলিশে সোপর্দ
- ময়মনসিংহের যে ভবনটি ভাঙা হচ্ছে তা সত্যজিৎ রায়ের পৈতৃক বাড়ি নয়: পররাষ্ট্র মন্ত্রণালয়
- নির্বাচন নিয়ে তলে তলে গভীর ষড়যন্ত্র চলছে : রিজভী
- নওগাঁয় যুবদলের বিক্ষোভ মিছিল
- ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : দুলু
- শেরপুরে কিশোর গ্যাং প্রতিরোধে শুভসংঘের আলোচনা সভা
- রংপুরে ট্রাক ও পুলিশ ভ্যানে বাসের ধাক্কা, নিহত ২
- গোপালগঞ্জে অন্যায়কারীদের ছাড় দেওয়ার প্রশ্নই ওঠে না : স্বরাষ্ট্র উপদেষ্টা
- ইস্তাম্বুলের মেয়র গ্রেফতার, ব্যাপক বিক্ষোভ
- গ্লোবাল সুপার লিগের ফাইনালে রংপুরের প্রতিপক্ষ গায়ানা
- গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি
- ইরাকে শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৬১, নিখোঁজ বহু
- কোককে বলেছি আখের চিনি ব্যবহার করতে: ট্রাম্প
- রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ সমাবেশ
- পদোন্নতি পেয়ে ইন্সপেক্টর হলেন ১১০ এসআই
- টি-টোয়েন্টিতে শীর্ষ পাঁচ উইকেটশিকারির তালিকায় মুস্তাফিজ
কেটে যাক কালো মেঘ
গণতান্ত্রিক উত্তরণ সময়ের দাবি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর