গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে যারা অন্যায় করেছেন তারা গ্রেফতার হবেন, এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
গোপালগঞ্জের ঘটনায় গোয়েন্দাদের কাছে কোনো তথ্য ছিল না- এমন প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘গোয়েন্দাদের কাছে তথ্য ছিল, তবে এত পরিমাণ যে হবে ওই তথ্যটি ছিল না।’
এনসিপি নেতারাও অভিযোগ করেন আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারেনি-এ বিষয়ে তিনি বলেন, ‘আপনিও তো অনেক কিছু বলতে পারেন। যার যার বক্তব্য সে সে দেবে।’
তিনি আরও বলেন, গোপালগঞ্জে যারা অন্যায় করেছেন তারা গ্রেফতার হবেন। এ বিষয়ে কোনো ছাড় দেওয়ার প্রশ্নই ওঠে না।
প্রসঙ্গত, বুধবার (১৬ জুলাই) গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে দফায় দফায় হামলা-সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের এ হামলা আহত হয়েছেন সাংবাদিকসহ শতাধিক ব্যক্তি।
বিডি-প্রতিদিন/বাজিত