পটুয়াখালীর কলাপাড়ায় ‘‘পরিবর্তনের জন্য কণ্ঠস্বর: ক্ষতিকারক সামাজিক রীতিনীতিকে চ্যালেঞ্জ জানাতে সম্প্রদায় বিষয়ক সংলাপ” অনুষ্ঠিত হয়েছে। এতে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য, শিক্ষক, ইমাম, পুরোহিত, চার্চ ও গনমাধ্যমকর্মীরা অংশগ্রহন করেন। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়ন পরিষদ মিলনায়তনের হল রুমে এ সংলাপ অনুষ্ঠিত হয়। এনশিয়র প্রোটেকশন এন্ড জাস্টিজ থ্রো ইন্টাগ্রেটেড এ্যাপ্রোচ ইপজিয়া প্রকল্পের আওতায় বেসরকারী উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড কনর্সান এর আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওই ইউনিয়ন পরিষদের নারী সদস্য মাহফুজা বেগম।
বক্তব্য রাখেন, ইউনিয়ন পরিষদ সচিব প্রকাশ চন্দ্র রায়, ইউপি সদস্য আব্দুল হামিদ, শিক্ষিকা নাজমুন নাহার, ইমাম মিজানুর রহমান, পুরোহিত মিহির চক্রবর্তী, চার্চ হেবল বাড়ই ও সাংবাদিক মো.ওমর ফারুক প্রমুখ। বক্তারা সামাজিক সচেতনার লক্ষে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রকল্পের প্রোগ্রাম অফিসার সীমা ভেরোনিকা।
বিডি প্রতিদিন/এএ