শহীদের মাস, বিপ্লবের মাস জুলাইয়ের দ্বিতীয় পক্ষকাল চলছে। জুলাই বিপ্লবের বর্ষপূর্তির মাসটি শেষ হওয়ার আগেই ঘোষণা করার কথা জাতীয় ঐকমত্যের সনদ। কিন্তু জাতীয় সনদ প্রণয়নের কাজ এখনো চূড়ান্ত হয়নি। এর মূল কারণ, রাষ্ট্র সংস্কারের মৌলিক বিষয়গুলো নিয়ে প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য। যদিও জাতীয় ঐকমত্য কমিশন আপ্রাণ চেষ্টা করছে যেন দলগুলো কিছুটা ছাড় দিয়ে হলেও একটা মতৈক্যে পৌঁছায়। অতিসম্প্রতি লক্ষ করা যাচ্ছে, মৌলিক কিছু বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যে নতুন অনৈক্য সৃষ্টি হয়েছে। প্রধান দলগুলোর পাল্টাপাল্টি বক্তব্যে রাজনৈতিক অঙ্গন ক্রমেই উত্তপ্ত হচ্ছে। ঐক্যের সুর তিরোহিত হয়ে নতুন করে শোনা যাচ্ছে অনৈক্যের প্রতিধ্বনি। নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে গত বছর জুলাই বিপ্লব করে ছাত্র-জনতা। গণ অভ্যুত্থানে কর্তৃত্ববাদী শাসনের অবসান ঘটলে দেশবাসী আশান্বিত হয়, রাজনীতিতে সুবাতাস বইবে। পারস্পরিক শ্রদ্ধাবোধ বাড়বে। প্রতিহিংসার পরিবর্তে গুরুত্ব পাবে ঐক্য ও সমঝোতার রাজনীতি। কিন্তু সবকিছু গ্রাস করে নিচ্ছে রাজনৈতিক দলগুলোর পরস্পর সন্দেহ, সংশয় ও মিথ্যাচার। ফলে জুলাই বিপ্লবের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে প্রণয়ন করতে যাওয়া জাতীয় সনদের মৌলিক ইস্যুতে ঐকমত্য নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে। রাষ্ট্র সংস্কার ও রাষ্ট্র পরিচালনার পদ্ধতি নিয়ে কেউই সুনির্দিষ্ট মতৈক্যে পৌঁছাতে পারছে না। মৌলিক কিছু ইস্যুতে দলগুলোর অনড় অবস্থান অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। দ্বিকক্ষবিশিষ্ট সংসদ, ভোটের আনুপাতিক হার (পিআর), জাতীয় সংসদে নারী আসন নিয়ে একমত হতে পারেনি দলগুলো। আগামী সংসদ নির্বাচন ঘিরে রাজনীতির মাঠেও অনৈক্যের সুর ক্রমেই তীব্র হচ্ছে। নির্বাচনের দিন-তারিখ ও রাষ্ট্র পরিচালনার প্রয়োজনীয় সংস্কার ইস্যুর সুরাহা না হতেই যেভাবে বিরোধ প্রকাশ্য রূপ নিচ্ছে, তাতে জনগণ বিরক্ত ও হতাশা প্রকাশ করছে। চলমান সংস্কার প্রক্রিয়া বাস্তবায়নে ঐকমত্যের পরিবর্তে অনৈক্য নিকট-ভবিষ্যতের জন্য মোটেই কল্যাণকর নয়। রাজনৈতিক দলগুলো দ্রুত ঐকমত্যে পৌঁছাতে ব্যর্থ হলে তাদের অনৈক্যের ছিদ্র দিয়ে প্রবেশ করবে অপশক্তি; যারা জুলাই বিপ্লবের জাতীয় চেতনা নস্যাতের ষড়যন্ত্রে লিপ্ত। তাদের ষড়যন্ত্র রুখতে জুলাই বিপ্লবের ঐক্য সমুন্নত রাখতে হবে। দ্রুত নির্বাচন অনুষ্ঠান ও সংস্কার প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য নয়, ঐকমত্যই জাতির প্রত্যাশা।
শিরোনাম
- ট্রাম্পের ‘শেষ সতর্কবার্তার’ জবাবে যা বলল হামাস
- রাজধানীর খিলক্ষেতে অস্ত্রসহ চারজন গ্রেফতার
- লেভারকুজেনের নতুন কোচ ইউলমান
- রাজধানীতে ছিনতাইয়ের সময় গণপিটুনিতে যুবক নিহত
- রাজধানীতে অটোরিকশা চালককে হত্যা, দুইজন আটক
- ভিসা নীতিতে বড় পরিবর্তন আনল যুক্তরাষ্ট্র
- সমুদ্রের বাতাসে লুকিয়ে আছে দীর্ঘ জীবনের রহস্য: গবেষণা
- আগস্টের মাসসেরা হওয়ার দৌড়ে তিন পেসারের লড়াই
- গাইবান্ধায় ফরম পূরণের ফি বৃদ্ধি প্রত্যাহারের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ
- ডাকসু নির্বাচনে ঢাবিতে যান চলাচল নিয়ন্ত্রণে ডিএমপি
- আহতদের বিনামূল্যে চিকিৎসার নির্দেশ নেপালের স্বাস্থ্য মন্ত্রণালয়ের
- শ্রীপুরে র্যাবের গাড়ি আটক করে হামলার ঘটনায় গ্রেপ্তার ১৪
- নেপালে ‘জেন-জি’ আন্দোলনে ১৯ জন নিহতের দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ
- হরতাল-অবরোধে অচল মোংলা বন্দরসহ বাগেরহাট
- আইসিসিতে রদ্রিগো দুতের্তের শুনানি স্থগিত
- যুক্তরাজ্যের চেভেনিং স্কলারশিপ পেলেন ২২ বাংলাদেশি
- ফেনীতে আর্সেনিকমুক্ত নিরাপদ নলকূপ স্থাপনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
- যুদ্ধাপরাধ তদন্তে জাতিসংঘের আহ্বান প্রত্যাখ্যান শ্রীলঙ্কার
- কুয়াকাটায় যুবদল নেতাকে চেষ্টার অন্যতম আসামি গ্রেফতার
- গাজায় গণহত্যা বন্ধে ইসরায়েলের বিরুদ্ধে ৯ পদক্ষেপ স্পেনের প্রধানমন্ত্রীর
ঐকমত্যে অনৈক্য
জুলাই বিপ্লবের চেতনা সমুন্নত রাখুন
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর