ডেঙ্গু এখন দেশের ১৮ কোটি মানুষের জন্য সাক্ষাৎ অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। ডেঙ্গুর মৌসুম শুরু না হতেই তা চোখ রাঙাতে শুরু করেছে। প্রতিদিন দেশের হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছেন শতাধিক রোগী। মাত্র কদিনে প্রাণ হারিয়েছেন অন্তত ২৩ জন, আক্রান্তের সংখ্যা চার হাজারের কাছাকাছি। কীটতত্ত্ববিদের মতে, ডেঙ্গুর জন্য দায়ী দুই প্রজাতির এডিস মশা। সাধারণত দিনের বেলায়, বিশেষ করে সকাল ও সন্ধ্যায় মানুষকে এ জাতীয় মশা কামড়ায়। এডিস মশা সাধারণত পরিষ্কার ও জমে থাকা পানিতে ডিম পাড়ে। ফুলের টব, পরিত্যক্ত টায়ার, প্লাস্টিকের পাত্র, ফ্রিজের ট্রে ও এসির পানি জমানো স্থান এডিস মশার ডিম পাড়ার উর্বর ক্ষেত্র। দেশের গ্রাম থেকে শহর প্রায় সর্বত্র অপরিকল্পিত নগরায়ণ এবং দুর্বল বর্জ্য ব্যবস্থাপনার ফলে ডেঙ্গুর দ্রুত বিস্তার ঘটছে। শহরে উঁচু ভবন ও ঘনবসতিপূর্ণ এলাকায় আলো-বাতাস চলাচল কম হওয়ায় মশা দ্রুত বৃদ্ধি পায়। ২০০০ সালে রাজধানী ঢাকায় প্রথম ডেঙ্গুর সংক্রমণ ধরা পড়ে। তবে সাম্প্রতিক বছরগুলোয় এর প্রকোপ আশঙ্কাজনকহারে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে ২০১৯ ও ২০২৩ সালে ডেঙ্গু ভয়াবহ রূপ নেয় এবং মৃত্যুহারও বেড়ে যায়। কালক্রমে ডেঙ্গু শুধু রাজধানীর পাশাপাশি সারা দেশে ছড়িয়ে পড়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, ২০২৩ সালে বাংলাদেশে ডেঙ্গুর সংক্রমণ অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যায়। গত বছর ডেঙ্গুজ্বরে আক্রান্ত হন ১ লাখ ১ হাজার ২১৪ জন। এর মধ্যে ৫৭৫ জন মারা গেছেন। ডেঙ্গু এখন আর শুধু শহরের রোগ নয়, সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হচ্ছে মানুষ। বিশেষ করে নির্মাণাধীন ভবনে এডিসের লার্ভা বেশি পাওয়া যায়। ভবন নির্মাণের ক্ষেত্রে যাতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন হয়, তা নিশ্চিত করা জরুরি। ডেঙ্গু মোকাবিলায় প্রতিরোধ ও চিকিৎসা দুটিই গুরুত্বপূর্ণ। প্রতিরোধের জন্য পরিষ্কার-পরিচ্ছন্নতার বিকল্প নেই। সরকার ও সিটি করপোরেশন এবং পৌরসভার মশক নিধন কর্মসূচি জোরদার করার পাশাপাশি এটিকে সামাজিক আন্দোলনে পরিণত করার উদ্যোগ নিতে হবে। প্রাতিষ্ঠানিক নানা পরিকল্পনা, প্রকল্প ও বরাদ্দ থাকলেও, সেসবের যথাযথ বাস্তবায়ন হয় না। কর্তৃপক্ষের দায়িত্বহীনতা এবং তদারকি ও জবাবদিহির অভাবে জনগণের করের টাকার চুরি-জোচ্চুরি ওপেন সিক্রেট। মশক নিধন হয় না। ভুগতে হয় জনগণকে। গলদঘর্ম ও প্রশ্নবিদ্ধ হয় স্বাস্থ্য বিভাগ। এসব অনাচারের অবসান হওয়া জরুরি। আর তার এখনই সময়।
শিরোনাম
- পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের সাক্ষাৎ
- হাতিকে বাঁচাতে গিয়ে আক্রমণের শিকার দুই চিকিৎসককে আনা হলো ঢাকায়
- সরকার না চাইলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: বদিউল আলম মজুমদার
- রাবি শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ
- পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় ব্যাপক গুলিবিনিময়, ইরানি পুলিশ অফিসার নিহত
- অনর্থক টেস্ট না দিতে চিকিৎসকদের প্রতি আহ্বান আসিফ নজরুলের
- ভালুকায় পুলিশের অভিযানে চার মাদক কারবারি গ্রেফতার
- পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি কেবল প্রতিরক্ষার জন্য: খাজা আসিফ
- বগুড়ায় জন্মাষ্টমীতে মঙ্গল শোভাযাত্রা
- অগ্নিকাণ্ডে দিনমজুরের বসতঘর পুড়ে ছাই
- সোমবার ওয়াশিংটনে জেলেনস্কির সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প
- বিচ্ছিন্ন ঘটনা নিয়ন্ত্রণে সরকারকে কঠোর হতে হবে: আযম খান
- ধর্মের নামে নতুন এক চেতনার উত্থান হয়েছে: রিজভী
- যারা নির্বাচন বিলম্ব করতে চায়, তারা গণতন্ত্রের শক্তি নয়: সালাহউদ্দিন
- ট্রাম্পকে নোবেল পুরস্কারের মনোনয়নে যে শর্ত দেন হিলারি
- রাশিয়ার তেল কেনার জন্য চীনকে শাস্তি দেওয়ার পরিকল্পনা নেই: ট্রাম্প
- স্ত্রী মেলানিয়ার চিঠি পুতিনকে দিলেন ট্রাম্প
- পুতিনের সঙ্গে কেন চুক্তি হয়নি, জানালেন ট্রাম্প
- আলাস্কায় পুতিনের মাথার ওপর উড়ল বি-২ বোমারু বিমান (ভিডিও)
- ‘বৃহত্তর ইসরায়েল’ পরিকল্পনার নিন্দা জানাল বাংলাদেশসহ ৩১ দেশ
ডেঙ্গুর আগ্রাসন
মশক নিধনে চাই সামাজিক আন্দোলন
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর