‘সত্যি সেলুকাস, কী বিচিত্র এই দেশ।’ গ্রিক বীর আলেক্সান্ডারের এ বহুল উচ্চারিত উক্তি নানা কৃতকর্মে আমরা বারবার প্রমাণ করে চলেছি। মগের মুল্লুকে পরিণত করতে চলেছি প্রিয় স্বদেশকে! সিলেটের ভোলাগঞ্জের সাদাপাথর কোয়ারি এলাকা আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। সাদাপাথরের ওপর দিয়ে জলস্রোত বয়ে যাওয়ার সৌন্দর্য উপভোগ করতে যায় দেশবিদেশের মানুষ। সেই সাদাপাথর লুট হয়ে গেল। এমন নয় যে সোনার বার বা হীরকখণ্ড, যা সহজেই পকেটে ঢুকিয়ে আত্মসাৎ সম্ভব। হাজার হাজার টন পাথর, শত শত ট্রাকে করে লুট করা হলো- কেউ দেখল না? কেউ বাধা দিল না? আইনপ্রয়োগকারী সংস্থা, স্থানীয় প্রশাসন, সাধারণ জনগণ সবাই ঘুমিয়ে থাকল? বুদ্ধি বাড়ল চোর পালানোর পর? ‘সাদাপাথর কলঙ্ক’ হিসেবে চিহ্নিত হয়ে থাক দুর্বৃত্তদের এই অপকর্ম। গত বছর ৫ আগস্ট স্বৈরসরকার পতনের পর কদিন এখানে ব্যাপক পাথর লুট হয়। অন্তর্বর্তী সরকার গঠনের পর গত এক বছর তা ছিঁচকে চুরির পর্যায়ে ছিল, যা গোপনে বছরজুড়েই চলে। কিন্তু গত পক্ষকালে যে দুঃসাহসিক বেপরোয়াভাবে সাদাপাথর এলাকার পাথর লুট হয়েছে- তাকে পুকুর নয়, সাগরচুরি বললেও কম বলা হয়। গোটা এলাকাই পাথরশূন্য করে ফেলে চক্র। অবশেষে টনক নড়ে ‘কুম্ভকর্ণ’ প্রশাসনের। আটঘাট বেঁধে মাঠে নামে তারা। লুট ও পাচার ঠেকানোর পাশাপাশি পাথর উদ্ধারে শুরু হয়েছে জেলা প্রশাসন, সেনাবাহিনী, র্যাব-পুলিশের যৌথ অভিযান। দুই রাতের অভিযানে ৭৫ হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়েছে। আটক করা হয়েছে প্রায় দেড় শ ট্রাক। হাই কোর্ট সাত দিনের মধ্যে যথাস্থানে পাথর পুনঃস্থাপনের নির্দেশ দিয়েছেন। লুট ও পাচারে জড়িতদের তালিকা তৈরি করে হলফনামা আকারে জমা দেওয়ার নির্দেশও দিয়েছেন। নিছক একটা পাথর কোয়ারি থেকে সাদাপাথর এলাকা হয়ে উঠেছে পর্যটন কেন্দ্র। এলাকার মানুষের পর্যটন-বাণিজ্যের নানা পথ খুলেছে একে ঘিরে। সেই সোনার ডিম দেওয়া হাঁসটাই মেরে ফেলতে উদ্যত হয়েছিল লুটেরা চক্র। আর এ ক্ষেত্রে চরম উদাসীনতা, নিষ্ক্রিয়তা ও দায়িত্বহীনতার নজির সৃষ্টি করেছে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষ। আমাদের সুপারিশ হচ্ছে- সাদাপাথর লুট ও পাচারে জড়িত প্রত্যেক দুর্বৃত্ত এবং তাদের পেছনের পান্ডাদের যেন চিহ্নিত, বিচারের সম্মুখীন এবং উপযুক্ত দণ্ড প্রদান করা হয়। আর যাদের দায়িত্বহীনতায় এ কলঙ্কজনক ঘটনা ঘটেছে, তাদের কঠোর জবাবদিহি ও তিরস্কারই নয়; সবার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হোক। না হলে এই কলঙ্ক মোচনে প্রশাসনিক প্রতিরোধও গড়ে উঠবে না, দুর্বৃত্তদের দুঃসাহসিক দৌরাত্ম্যও বন্ধ হবে না।
শিরোনাম
- রাজধানীর মোহাম্মদপুরে বিশেষ অভিযানে ২৯ জন গ্রেফতার
- শাটডাউন সত্ত্বেও ওয়াল স্ট্রিটে নতুন রেকর্ড
- পাচারের উদ্দেশে টেকনাফের পাহাড়ে বন্দী নারী-শিশুসহ ৩৮ জন উদ্ধার
- বান্দরবানের লামায় নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার
- কালীগঞ্জে ট্রাকচাপায় সিএনজির দুই যাত্রী নিহত, আহত তিন
- গাজায় ফের ত্রাণ পাঠানোর ঘোষণা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের
- কানাডায় হামের প্রাদুর্ভাবে এই প্রথম মৃত্যু
- ফ্লোটিলার ৪৭০ অধিকারকর্মীকে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে ইসরায়েল
- টরন্টোয় ‘বাচনিকের’ যুগপূর্তি উদযাপন ১৮ অক্টোবর
- “মহানায়কের গান” সিজন ২-এর দ্বিতীয় গান প্রকাশ
- সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলের বাধায় বিশ্বব্যাপী ক্ষুব্ধ প্রতিক্রিয়া
- স্বাভাবিক জনজীবনে ফিরছে খাগড়াছড়ি
- মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন দিল দুর্বৃত্তরা
- হংকংয়ে মার্কিন কূটনীতিককে কঠোর সতর্কবার্তা চীনের
- মার্কিন সরকারে দ্বিতীয় দিনে গড়িয়েছে শাটডাউন
- হ্যাকারদের কবলে ইসলামী ব্যাংকের ফেসবুক পেজ
- জার্মান সেনাবাহিনী শক্তিশালী করার ঘোষণায় কড়া মন্তব্য পুতিনের
- ফ্লোটিলা সদস্যদের আটক, ইসরায়েলের বিরুদ্ধে বাংলাদেশের নিন্দা
- বিশ্বকাপের টিকিটের লড়াইয়ে কঠিন পরীক্ষায় জার্মানি
- পানি সংকটে রাজধানী সরাচ্ছে ইরান