ভাঙ্গায় গাড়ি চাপায় অজ্ঞাত এক নারী (৫২) নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের সলিলদিয়া নামক এলাকায় শুক্রবার দিবাগত রাত ১ টার দিকে।
শনিবার দুপুর দেড়টা পর্যন্ত অজ্ঞাত নারীর পরিচয় নিশ্চিত হতে পারেননি পুলিশ।
এ ব্যাপারে শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জহুরুল ইসলাম বলেন, শুক্রবার রাত একটার দিকে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে অজ্ঞাত গাড়ির চাপায় অজ্ঞাত এক নারী নিহত হয়েছে। তার পরিচয় এখনো পাওয়া যায়নি।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন