রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিভাগে তদন্ত কমিটি গঠিত হয়েছে।
শনিবার বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের সভাপতি অধ্যাপক রেজাউল করিম এই তথ্য নিশ্চিত করেছন।
সভাপতি বলেন, অভিযোগ পাওযার পরেই ঘটনা তদন্তে একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠিত হয়েছে। তাদের দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। সেই সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
অভিযুক্ত শিক্ষক ড. প্রভাস কুমার কর্মকার। তিনি পরিসংখ্যান বিভাগের শিক্ষক, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি। ভুক্তভোগী একই বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী।
গত ৪ আগস্ট বিভাগে অভিযুক্ত শিক্ষকের ব্যক্তিগত কক্ষে এ ঘটনা ঘটে। ঘটনার পর সুষ্ঠু বিচার চেয়ে ১৩ আগস্ট বিভাগের সভাপতির কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থীর মা।
বিডি প্রতিদিন/একেএ