পুঁজিবাজার নিয়ে লুটেরা চক্রের কারসাজি চলছে প্রায় তিন দশক ধরে। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর লুটেরা চক্র ‘এলোমেলো করে দে মা লুটেপুটে খাই’ তত্ত্বে সাধারণ মানুষকে পুঁজিবাজারের দিকে আনতে নানা কারসাজির আশ্রয় নেয়। পায়ের তলায় মাটি নেই, এমন কোম্পানির শেয়ারের দামও আকাশছোঁয়া হয়ে ওঠে সে কারসাজিতে। পুঁজিবাজারে অর্থ বিনিয়োগ আর আলাদিনের চেরাগ হাতে পাওয়া এমন ধারণাও গড়ে তোলা হয় সরল সোজা বিনিয়োগকারীদের মধ্যে। তারপর সুযোগ বুঝেই হাজার হাজার কোটি টাকা লুট হয়ে যায় একের পর এক শেয়ারের দরপতন ঘটিয়ে। ২০০৮ সালে ক্ষমতায় এসেও তারা একই কারসাজির আশ্রয় নেয়। এমনকি জুলাই গণ অভ্যুত্থানে কর্তৃত্ববাদের পতন হলেও শেয়ারবাজারে তাদের কালোহাত বজায় থাকে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে পাঁচ নির্দেশনা দিয়েছেন। বলেছেন, লুটপাটের মাধ্যমে শেয়ারবাজার বেসামাল করার পেছনে কয়েক দশক ধরে যারা জড়িত, তাদের বিচারের আওতায় না আনতে পারলে মানুষের আস্থা ফিরবে না। শেয়ারবাজারকে যে অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে, তা অকল্পনীয়। এ পরিস্থিতির উত্তরণ ঘটাতে হবে। শেয়ারবাজারের সংস্কারের মাধ্যমে এমন অবস্থায় ফেরাতে হবে যেন মানুষ আস্থা ফিরে পায়। এটা যেন লুটেরাদের আড্ডাখানায় পরিণত না হয়। প্রধান উপদেষ্টার দেওয়া পাঁচটি নির্দেশনার মধ্যে আছে, সরকারের মালিকানা রয়েছে এমন মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোকে সরকারের শেয়ার কমিয়ে পুঁজিবাজারে অন্তর্ভুক্ত করার বিষয়ে পদক্ষেপ গ্রহণ। বেসরকারি খাতের দেশীয় বড় কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করার ক্ষেত্রে উৎসাহিত করা। স্বার্থান্বেষী মহলের কারসাজি রুখতে বিদেশি বিশেষজ্ঞদের এনে তিন মাসের মধ্যে পুঁজিবাজার সংস্কার করা। পুঁজিবাজারে অনিয়মের সঙ্গে জড়িত প্রত্যেকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং বড় ধরনের ঋণ প্রয়োজন এমন ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোকে ব্যাংকঋণনির্ভরতা কমিয়ে পুঁজিবাজার থেকে বন্ড ও ইকুইটির মাধ্যমে তহবিল সংগ্রহে আগ্রহী করে তোলার ব্যবস্থা গ্রহণ। পুঁজিবাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য শুধু নির্দেশনা নয়, তা যাতে যথাযথভাবে কার্যকর হয়, সে ব্যাপারেও চোখ-কান খোলা রাখতে হবে।
শিরোনাম
- মুস্তাফিজের আইপিএল অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা!
- মুস্তাফিজের আইপিএল অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা!
- জাপানে সামরিক প্লেন বিধ্বস্ত
- ‘সোহরাওয়ার্দী উদ্যানকে নিরাপদ জায়গায় রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে’
- আরব আমিরাতের উদ্দেশে দেশ ছাড়ল টাইগাররা
- সাম্যের গ্রামের বাড়িতে শোকের মাতম, দোষীদের ফাঁসির দাবি
- জুলাই অভ্যুত্থান: জাতিসংঘের রিপোর্টকে ঐতিহাসিক দলিল হিসেবে সংরক্ষণে রুল
- দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনের ঘোষণা জবি শিক্ষার্থীদের
- সাম্য হত্যা : ঢাবিতে বৃহস্পতিবার শোক, অর্ধদিবস ক্লাস-পরীক্ষা বন্ধ
- পর্নগ্রাফি ওয়েবসাইট নিষিদ্ধ করছে যুক্তরাষ্ট্র?
- মির্জা ফখরুলের চোখের অস্ত্রোপচার সম্পন্ন
- ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার ঘটনা তদন্তে কমিটি গঠন
- অসীম-অপুর ১৪ ফ্ল্যাট ও ৫ দোকান দেখভালে রিসিভার নিয়োগ
- যার মাথার দাম ছিল এক কোটি ডলার, তার সঙ্গেই হাত মেলালেন ট্রাম্প
- হতাশাজনক মৌসুম, পুরস্কার বিতরণী অনুষ্ঠান বাতিল করল ম্যানইউ
- সমালোচনার মুখে বদলে গেল ‘আ-আম জনতা’ পার্টির নাম
- আইএমএফের চতুর্থ ও পঞ্চম কিস্তির ১.৩ বিলিয়ন ডলার পাওয়া যাবে জুনেই
- ভারতের আলোচিত কর্নেল সোফিয়াকে ‘সন্ত্রাসীদের বোন’ বললেন বিজেপি মন্ত্রী
- যমুনায় গেলেন জবি উপাচার্য-ট্রেজারার
- মোদি ফের হামলা চালাতে পারেন, প্রস্তুত থাকতে হবে : ইমরান খান