সৌদি আরব সফরে গিয়ে দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে প্রশংসায় ভাসালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি যুবরাজের কাছে জানতে চান- রাতে আপনি ঘুমান কীভাবে?
রিয়াদকে বিশ্বের বড় ব্যবসা কেন্দ্র হিসেবে গড়ে তোলায় সৌদি যুবরাজের প্রশংসা করতে গিয়ে এই মন্তব্য করেন ট্রাম্প।
তিনি বলেন, “মোহাম্মদ, আপনি কি রাতে ঘুমান? কীভাবে ঘুমান? কি অসাধারণ কাজ। তিনি আমাদের কারও মতো পছন্দ বাছাই করেন এবং তা কাজে পরিণত করেন। তিনি এটা করেন সারারাত। তা হলো- কীভাবে আমি এটাকে আরও ভাল করতে পারব। যারা এভাবে পছন্দ বাছাই করে তা কাজে পরিণত করতে পারেন না, তারা আপনাকে প্রতিশ্রুতির ভূমিতে নিয়ে যেতে পারবেন না।”
ট্রাম্পের এমন ভূয়সী প্রশংসায় সৌদি যুবরাজের মুখে হাসি খেলে যায়। দর্শকরা দাঁড়িয়ে অভিবাদন জানান।
সৌদি আরবে যে পরিবর্তন এসেছে তার জন্য যুবরাজের প্রশংসা করে ৭৮ বছর বয়সী যুক্তরাষ্ট্রের এই প্রেসিডেন্ট বলেন, সৌদি আরবের উত্থান সম্ভব হবে কিনা তা নিয়ে সমালোচকরা সন্দেহ প্রকাশ করেছিলেন। কিন্তু আপনি সেটা মাত্র আট বছরে করে দেখিয়েছেন। সমালোচকরা ভুল এটা প্রমাণ করে দিয়েছে সৌদি আরব। তাকে (যুবরাজ) আমি ভীষণ পছন্দ করি। সূত্র: এনডিটিভি
বিডি প্রতিদিন/একেএ