বসুন্ধরা গ্রুপ বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের পর্দা নামার অপেক্ষায়। ১০ দলের এ আসরে ১৫তম রাউন্ড মাঠে গড়াবে শুক্রবার। শিরোপা লড়াই ঢাকার দুই ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান ও আবাহনীর মধ্যে সীমাবদ্ধ। দুই ম্যাচ জিতলেই সর্বোচ্চ পয়েন্ট নিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হবে সাদা-কালোরা। ১৪ ম্যাচে মোহামেডানের সংগ্রহ ৩৫ পয়েন্ট। অন্যদিকে আবাহনীর ২৮ ও বসুন্ধরা কিংসের অ্যাকাউন্টে ২৫ পয়েন্ট। অপ্রত্যাশিত কোনো ঘটনা না ঘটলে শিরোপার ট্রফি মোহামেডানের ঘরেই যাবে। তবে রানার্সআপ কে হবে তা নিশ্চিত নয়। আবাহনী ও কিংসের মধ্যে পার্থক্য মাত্র তিন পয়েন্ট। দুই দলের বাকি চার ম্যাচে কী ঘটবে তার ওপর নির্ভর করছে দ্বিতীয় ও তৃতীয় স্থান।
চারে থাকা নিয়ে রীতিমতো লড়াই জমে উঠেছে। চার ক্লাবেরই সম্ভাবনা রয়েছে। রহমতগঞ্জ, ব্রাদার্স ইউনিয়ন ও পুলিশ এফসি তিন দলেরই পয়েন্ট ২০। গোল পার্থক্যে এখন রহমতগঞ্জ চতুর্থ স্থানে আছে। ব্রাদার্স পাঁচ ও পুলিশের অবস্থান ছয়ে। তাদেরই ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ফর্টিস এফসি। সমান ম্যাচে তাদের সংগ্রহ ১৯ পয়েন্ট। তারাও চারে থেকে লিগ শেষ করতে পারে। চার দল বাকি চার ম্যাচে কী করে সেটার ওপর নির্ভর করবে টেবিলের চূড়ান্ত অবস্থান। এবার যারা টপফাইভে থাকবে তারাই সুযোগ পেতে পারে নতুনভাবে শুরু হওয়া সামনের সুপার কাপে।
এজন্য পজিশনের গুরুত্ব অনেক। এ ছাড়া নতুন মৌসুমে লিগের ফিকশ্চারের ব্যাপাওে রয়েছে। শেষ পর্যন্ত কারা চারে থাকবে সেটাই অপেক্ষা।