দেশের নিম্ন আয়ভিত্তিক শহুরে জনগোষ্ঠীর জন্য পানি, পয়ঃনিষ্কাশন, স্বাস্থ্যবিধি এবং আচরণ পরিবর্তনের লক্ষ্যে কাজ করছে যুক্তরাজ্যভিত্তিক অলাভজনক সংস্থা ওসাপ বাংলাদেশ। এরই ধারাবাহিকতায় ২০৩০ সালের মধ্যে দেশের ১৫০টি পৌরসভায় ‘ইন্টিগ্রেটেড ওয়েস্ট ম্যানেজমেন্ট’ বা সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (পরিকল্পনা) এহেতেশামুল রাসেল খান।
বুধবার (১৪ মে) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ওসাপ বাংলাদেশ এর 'বাংলাদেশ কান্ট্রি বিজনেস প্ল্যান ২০২৫-২০৩০' এর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান তিনি।
তিনি বলেন, 'আমরা মূলত প্রচলিত পদ্ধতিতে পানি ও স্যানিটেশন সেবা দিয়ে থাকি। সরকারি সহায়তা এবং উন্নয়ন সহযোগীদের সহায়তায় বর্তমানে ৩৬০০টি গ্রামীণ এলাকায় এই সেবা চালু রয়েছে। আমরা পৌরসভাগুলোতে অবকাঠামো নির্মাণ করে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে থাকি। তবে শুধু অবকাঠামো নির্মাণ যথেষ্ট নয়, এর রক্ষণাবেক্ষণ ও সামাজিক সচেতনতা বৃদ্ধির জন্য দক্ষ জনবল এবং প্রশিক্ষণ অপরিহার্য।'
এহেতেশামুল রাসেল আরও জানান, বর্তমানে ৫০টি পৌরসভায় সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম চলমান রয়েছে এবং অতিরিক্ত ৮০টি পৌরসভায় এই কার্যক্রম শিগগির শুরু হবে। 'আমরা আশা করছি, ২০৩০ সালের মধ্যে প্রায় ১৫০টি পৌরসভায় কাজ শেষ হবে। এতে নতুন নতুন সুযোগের দ্বার উন্মোচিত হবে,' বলেন তিনি।
তিনি আরও জানান, সরকারি সক্ষমতা সীমিত হলেও বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা এ বিষয়টি অনুধাবন করেছে এবং শুধু অবকাঠামো নয়, বরং সামাজিক সচেতনতা ও স্থানীয় সক্ষমতা বৃদ্ধিতে বিশেষ গুরুত্ব দিচ্ছে।
উল্লেখ্য, ২০০৭ সাল থেকে ওসাপ বাংলাদেশ দেশের বিভিন্ন শহরের নিম্ন আয়ভিত্তিক জনগোষ্ঠীর জন্য পানি, পয়ঃনিষ্কাশন, স্বাস্থ্যবিধি ও আচরণ পরিবর্তনমূলক নানা কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। সংস্থাটি ইতোমধ্যে ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, গাজীপুর ও রংপুরসহ ৩২টি পৌরসভায় সফলভাবে কার্যক্রম পরিচালনা করেছে এবং বর্তমানে আরও কয়েকটি সিটি কর্পোরেশন ও পৌরসভায় কাজ চলছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ওয়াসার কমার্শিয়াল ম্যানেজার কাজী শহিদুল ইসলাম এবং কোকা-কোলা কোম্পানির কান্ট্রি হেড মমশাদ আলী খান। এছাড়া ওসাপের লন্ডন অফিসের প্রতিনিধি জেরেমি হর্নার, আনজো ফ্রান্সিস এবং বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার উত্তম কুমার সাহাও অনুষ্ঠানে অংশ নেন।
বিডি প্রতিদিন/মুসা