আইপিএল ২০২৫-এর বাকি অংশে খেলতে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। বুধবার দলটির ফেসবুক পেজে বিষয়টি জানানো হয়।
অস্ট্রেলিয়ান তরুণ ব্যাটার জেক ফ্রেজার-ম্যাকগার্ক টুর্নামেন্টে আর অংশ নেবেন না। এই খবর নিশ্চিত হওয়ার পরই মুস্তাফিজকে তার বদলি হিসেবে নেয় দলটি।
ভারত-পাকিস্তান সংঘাতের জেরে এক সপ্তাহের বেশি স্থগিত থাকার পর আগামী ১৭ মে থেকে আবার মাঠে গড়াচ্ছে এবারের আইপিএল। বাকি ম্যাচগুলোতে বাঁহাতি এই পেস বোলার দিল্লির বোলিং আক্রমণে বাড়তি শক্তি যোগাবেন বলে আশা করা হচ্ছে।
এর আগে মুস্তাফিজ একাধিকবার আইপিএলে সফলভাবে খেলেছেন এবং তার কাটার ও স্লোয়ারে উইকেট নেয়ার সামর্থ্য দিল্লির জন্য গুরুত্বপূর্ণ হতে পারে।
বিডি প্রতিদিন/এমআই