পাকিস্তান-নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরসহ পুরো কাশ্মীরকেই নিজেদের ভূখণ্ড দাবি করল ভারত। দেশটির দাবি, পাকিস্তান কাশ্মীরের একটি অংশ অবৈধভাবে দখল করে রেখেছে, তাদের এটি ছেড়ে দিতে হবে এবং এ ব্যাপারে ভারতের অবস্থানের পরিবর্তন হয়নি।
মঙ্গলবার প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল।
এছাড়া কাশ্মীর ইস্যুর সমাধান ভারত ও পাকিস্তানের মধ্যেই করতে হবে। অন্য কোনও দেশের মধ্যস্থতায় নয়াদিল্লি রাজি নয় বলেও জানান তিনি।
তাকে জিজ্ঞেস করা হয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাশ্মীর ইস্যু নিয়ে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে এ ব্যাপারে আপনার মন্তব্য কী।
জবাবে রণধীর বলেন, “জম্মু-কাশ্মীর সমস্যার সমাধান ভারত-পাকিস্তানের মধ্যে করার দীর্ঘ যে নীতি আমাদের রয়েছে, সেটি পরিবর্তন হয়নি। মূল বিষয় হলো পাকিস্তানকে ‘ভারতের ভূখণ্ড’ ছেড়ে দিতে হবে। যেটি তারা অবৈধভাবে দখল করে রেখেছে।”
উল্লেখ্য, কাশ্মীরের একটি অংশ রয়েছে পাকিস্তানের নিয়ন্ত্রণে। আরেকটি অংশ ভারতের নিয়ন্ত্রণে। অপর আরেকটি অংশ রয়েছে চীনের নিয়ন্ত্রণে।
পাকিস্তানের নিয়ন্ত্রণে থাকা কাশ্মীরকে আজাদ কাশ্মীর, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরকে জম্মু-কাশ্মীর আর চীনের নিয়ন্ত্রণে থাকা কাশ্মীরকে আকসাই চিন হিসেবে ডাকা হয়। ভারত পাকিস্তান উভয়ই দাবি করে পুরো কাশ্মীর তাদের। তবে ভারতের নিয়ন্ত্রণে কাশ্মীরের যে অংশটি রয়েছে সেখানকার মানুষ হয়তো স্বাধীনতা আর নয়তো পাকিস্তানের সঙ্গে মিলে যেতে চায়।
এদিকে ভারত দীর্ঘসময় ধরে বলে আসছে পাকিস্তানকে কাশ্মীরের নিয়ন্ত্রণ ছেড়ে দিতে হবে। আর এটি ছাড়া কাশ্মীর নিয়ে পাকিস্তানের সঙ্গে তারা কোনও আলোচনা করবে না। আর এ আলোচনা অবশ্যই দুই দেশের মধ্যে হতে হবে।
চারদিনের ভয়াবহ হামলা পাল্টা হামলার পর গত শনিবার ভারত-পাকিস্তান যুদ্ধবিরতিতে রাজি হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ যুদ্ধবিরতির কৃতিত্ব দাবি করেন। পরবর্তীতে ট্রাম্প জানান, কাশ্মীর নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে কয়েক হাজার বছর ধরে চলা দ্বন্দ্ব নিরসনে মধ্যস্থতা করতে চান তিনি। তবে ভারত জানিয়েছে, এ ব্যাপারে কোনও দেশের মধ্যস্থতায় রাজি নয় তারা। সূত্র: এনডিটিভি
বিডি প্রতিদিন/একেএ