পবিত্র ঈদুল আজহা সামনে রেখে ভারত ও মিয়ানমার থেকে চোরাইপথে ঢালাওভাবে গরু আমদানি হচ্ছে। দেশে গরুর দাম প্রতিবেশী দুই দেশের চেয়ে গড়ে আড়াই গুণ বেশি হওয়ায় চোরাচালানিদের কাছে তা লোভনীয় পণ্যে পরিণত হয়েছে। বাংলাদেশে একসময় গৃহস্থ পর্যায়ে গবাদিপশু পোষা হতো। গবাদিপশু পালন অর্থনৈতিক দিক থেকে লাভজনক হলেও চুরির ভয়ে অনেকেই এখন সেদিকে পা বাড়ান না। ফলে গৃহস্থ পর্যায়ে গবাদিপশু পালন হ্রাস পেয়েছে ব্যাপকভাবে। ফার্ম মালিকদের হাতেই নিয়ন্ত্রিত হচ্ছে দেশীয় গরুর বাজার। তাদের দাপটে কোরবানির গরুর দাম সাধারণ ক্রেতাদের ধরাছোঁয়ার বাইরে চলে যচ্ছে। চোরাকারবারিদের জন্যও উৎসাহ জোগাচ্ছে। কোরবানি ঈদ সামনে রেখে নতুন রুটে দেশে ঢুকছে গরু। সিলেট-সুনামগঞ্জ সীমান্ত দিয়ে আসছে ভারতীয় গরু। উত্তরের পঞ্চগড়, কুড়িগ্রাম, রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ সীমান্ত দিয়ে গরু আসা কমলেও বেড়েছে সিলেট-সুনামগঞ্জ সীমান্তে। বান্দরবান ও কক্সবাজার সীমান্ত দিয়ে মিয়ানমারের বার্মিজ গরু আসছে দেদার। রাতের অন্ধকারে সীমান্তের কাঁটাতার পেরিয়ে দেশে আসা চোরাই পশু বাজারজাতকরণে টাকার বিনিময়ে বৈধ হয়ে যাচ্ছে। চোরাচালান হওয়া এসব পশু ঢুকছে রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তের বাজারে। এতে দুশ্চিন্তায় পড়েছেন প্রান্তিক কৃষক, খামারি ও ব্যবসায়ীরা। লাগাম টেনে ধরতে বিজিবি চেষ্টা চালালেও প্রভাবশালীদের ছত্রছায়ায় বেপরোয়া চোরাকারবারিরা। সিলেটের চার উপজেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকা দিয়ে ভারত থেকে অবাধে আসছে গরু ও মহিষ। সীমান্তে বিজিবির টহল জোরদারের পরও থামছে না চোরাকারবার। প্রায়ই ধরা পড়ছে সীমান্ত দিয়ে অবৈধভাবে আসা গরু ও মহিষের চালান। রাজশাহী বিভাগের বিভিন্ন সীমান্ত এলাকা চোরাকারবারিদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। চোরাচালান দেশের অর্থনীতির জন্য অবশ্যই একটি বিসংবাদ। বিশেষ করে গরু চোরাচালান সীমান্ত হত্যায় উৎসাহ জোগাচ্ছে। আমরা চাই চোরাচালান বন্ধ হোক। চাহিদা মেটাতে কোরবানি সামনে রেখে গরু আমদানির ব্যবস্থা করা যেতে পারে। গৃহস্থ পর্যায়ে গবাদিপশু পালনে নিরাপত্তা নিশ্চিত করাও জরুরি।
শিরোনাম
- মুরাদনগরে ধর্ষণকাণ্ড নিয়ে নতুন যে তথ্য দিল র্যাব
- প্রতিদিন ৪০ আত্মহত্যা: চামড়া ও চেহারার যুদ্ধ দক্ষিণ কোরিয়ায়
- ডেলিভারিম্যান সেজে তরুণীকে ধর্ষণ
- চীন নয়, আমিরাতও নয়- তালেবানকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিল রাশিয়া!
- গাজায় গণহত্যায় ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ইসরায়েল
- ৮ অস্কারজয়ী স্টুডিও এক ছবিতে, বাজেট শুনে প্রোডিউসাররাও অবাক
- ‘ক্ষমা চাইলেন পরেশ’
- হাসপাতালে স্বস্তিকা
- পাবনায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩
- চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
- আবুধাবিতে সাড়ে ৮৩ কোটি টাকার লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশি
- দৈনিক কোটি টাকার চাঁদাবাজি
- আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি বেড়েছে ২১০০ কোটি টাকা
- এবার নির্বাচনে সেনাবাহিনীই ভরসা
- পিআর : দেশ কতটা প্রস্তুত
- বাবার হাত ছেড়ে রাস্তা পার হতে গিয়ে গাড়িচাপায় সন্তানের মৃত্যু
- বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এসিড নিক্ষেপ, দুই নারী ও শিশু দগ্ধ
- এনএসডিএ'র নির্বাহী চেয়ারম্যান হলেন রেহানা পারভীন
- নারী পাচারে টোপ ‘ভালো চাকরি’
- মুগদায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, হাসপাতালে তরুণের মৃত্যু
গরু চোরাচালান
অর্থনীতির জন্য বিসংবাদ
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর