জাপানে একটি সামরিক প্রশিক্ষণ প্লেন উড্ডয়নের কিছুক্ষণ পরেই বিধ্বস্ত হয়েছে। এ সময় প্লেনটিতে দু’জন আরোহী ছিলেন।
বুধবার দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
জাপানের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল নাকাতানি বলেন, কোমাকি প্লেন ঘাঁটিতে উড্ডয়নের পর রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায় একটি টি-৪ প্রশিক্ষণ প্লেন।
নাকাতানি জানান, প্লেনটিতে দু’জন আরোহী ছিলেন। তবে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।
তিনি বলেন, আমরা জানি না প্লেনটি কী কারণে বিধ্বস্ত হয়েছে। তবে আমরা জীবন বাঁচানোর জন্য যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাব।
সেনাবাহিনী অনুসন্ধান অভিযান চালিয়ে যাচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
নাকাতানি বলেন, ঘটনাস্থলের কাছে বিমানের কিছু অংশ পাওয়া গেছে। তবে এটি বিধ্বস্ত বিমানের কি না তা স্পষ্ট নয়।
জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পাওয়া তথ্যানুযায়ী, টি-৪ দুই আসন বিশিষ্ট ও এটি স্থানীয়ভাবে তৈরি অত্যন্ত নির্ভরযোগ্য এবং রক্ষণাবেক্ষণযোগ্য প্রশিক্ষণ প্লেন, যা মৌলিক ফ্লাইট কোর্সের জন্য ব্যবহৃত হয়।
নাগোয়ার উত্তরে ইনুয়ামা শহরের কাছে ইরুকা হ্রদের চারপাশে প্লেনটি উড়ছিল।
স্থানীয় দমকল বিভাগের কর্মকর্তা হাজিমে নাকামুরা জানিয়েছেন, রিপোর্ট লেখা পর্যন্ত প্লেনটির কোনও সন্ধান পাওয়া যায়নি।
বিভাগের কর্মকর্তা হাজিমে নাকামুরা জানিয়েছেন, রিপোর্ট লেখা পর্যন্ত প্লেনটির কোনও সন্ধান পাওয়া যায়নি। সূত্র: জাপান টুডে, ওয়াশিংটন পোস্ট, এপি, ইন্ডিপেন্ডেন্ট ইউকে, এএফপি
বিডি প্রতিদিন/একেএ