দেশে বিনিয়োগে খরা চলছে- এ বিষয়ে দ্বিমতের অবকাশই নেই। এ কারণেই দেশের অর্থনীতির গতি শ্লথ হয়ে পড়ছে। কর্মসংস্থানের সুযোগ হ্রাস পাচ্ছে। সামাজিক অস্থিরতা মাথা চাড়া দিয়ে উঠছে। রাজনীতির সঙ্গে অর্থনীতির সম্পর্ক নিবিড়। রাজনৈতিক স্থিতিশীলতার অভাব থাকলে মুখ থুবড়ে পড়ে অর্থনীতি। এ বিষয়ে রবিবার রাজধানী ঢাকার শেরাটন হোটেলে অর্থনৈতিক ও ব্যবসায়িক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে ২০২৫-২৬ জাতীয় বাজেটের জন্য রাজস্ববিষয়ক চ্যালেঞ্জ শীর্ষক এক সেমিনারে বক্তারা বলেছেন; মুদ্রাস্ফীতি দেশে এখন দুই অঙ্কের কাছাকাছি এবং সরাসরি বৈদেশিক বিনিয়োগ ছয় বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। এ পরিস্থিতিতে সময়োপযোগী রাজস্ব ও মুদ্রানীতি গ্রহণ জরুরি। দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি), ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই) এবং জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (জেবিসিসিআই) যৌথভাবে আয়োজিত সেমিনারের প্রধান অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান। দেশিবিদেশি বিনিয়োগ বাড়াতে ব্যবসায়িক করহার কমানো হয়েছে জানিয়ে রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বলেন, করপোরেট ট্যাক্স ধীরে ধীরে কমানো হয়েছে, যাতে প্রতিযোগী দেশগুলোর সঙ্গে তাল মিলিয়ে চলা যায় এবং দেশিবিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা যায়। আগের অর্থবছরগুলোয় করপোরেট করহার ছিল ৫০ শতাংশ পর্যন্ত, আর এখন তা কমে ২২ দশমিক ৫ শতাংশ হয়েছে। করপোরেট করহার হ্রাসের বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের ভাষ্য প্রশংসার দাবিদার। তবে এটিই অর্থনীতির মুখ্য সংকট নয়। ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি জরুরি হলেও সরকার সেদিকে হাঁটছে না। মামলায় জড়িয়ে ব্যবসায়ীদের স্থবির করে তোলার যে অপকৌশল প্রয়োগ করা হচ্ছে, তা সরকারের সাফল্যকেই প্রকারান্তরে প্রশ্নবিদ্ধ করছে। অন্তর্বর্তী সরকার দেশের ১৮ কোটি মানুষের প্রতিনিধিত্ব করছে। কোনো দল বা গোষ্ঠীর নয়। এ সরকার ক্ষমতায় এসেছে জুলাই গণ অভ্যুত্থানের ফসল হিসেবে। কিন্তু ব্যবসাবাণিজ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে যুবসমাজ। কারণ তাদের কর্মসংস্থানের পথ রুদ্ধ হচ্ছে। ফলে সরকারকে বাস্তবের দিকে চোখ ফেরাতে হবে। নিজেদের স্বার্থেই গড়ে তুলতে হবে ব্যবসাবান্ধব পরিবেশ।
শিরোনাম
- টানা ৫ দিন বজ্রবৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
- তামিম-হৃদয়ের ব্যাটে বাংলাদেশের রানের পাহাড়
- ঈদুল আজহা উপলক্ষ্যে ‘ঈদ স্পেশাল সার্ভিস’ চালু করবে বিআরটিসি
- যে কারণে দ্বিতীয় টি-টোয়েন্টিতে নেই সেঞ্চুরিয়ান ইমন
- নির্বাচন সংক্রান্ত সংস্কারগুলো গুরুত্ব দিচ্ছি: পরিকল্পনা উপদেষ্টা
- এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ মামলায় দুইজনের সাক্ষ্য গ্রহণ
- ৩১ দফা বাস্তবায়ন হলে সব ধর্মের সমান অধিকার নিশ্চিত হবে: মীর হেলাল
- অভিনেতা চঞ্চলের সঙ্গে ছবি : ক্ষমা চাইলেন ইশরাক
- পতিত ফ্যাসিস্ট আসিফদের থামাতে পারে নাই : হাসনাত
- আজকালের মধ্যে ইশরাকের শপথ না হলে বৃহত্তর আন্দোলন করতে হতে পারে : সালাহউদ্দিন
- টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই সেঞ্চুরিয়ান ইমন
- জবিতে শুরু হচ্ছে তিন দিনব্যাপী চলচ্চিত্র উৎসব
- এশিয়া কাপ থেকে ভারতের নাম প্রত্যাহারের খবর ভিত্তিহীন : বিসিসিআই
- শ্রমিকদের জীবনমান উন্নয়নে বর্তমান সরকার বদ্ধপরিকর : উপদেষ্টা
- যুবলীগ নেতার দখল করা ফ্লাট উদ্ধারের দাবি নারীর
- ‘৫৪ বছরে নদীর যে ক্ষতি হয়েছে তা এক দেড় বছরে সমাধান সম্ভব না’
- চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়ার ভাইরাল ভিডিওর নেপথ্যে কী?
- নবীনগরে দু’পক্ষের সংঘর্ষে আহত ১১
- নারায়ণগঞ্জে ছাদ থেকে পড়ে গৃহবধূর মৃত্যু
- শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকার বদ্ধপরিকর : শ্রম উপদেষ্টা
বিনিয়োগে খরা
সরকারের সাফল্য প্রশ্নবিদ্ধ করছে
প্রিন্ট ভার্সন

সর্বশেষ খবর