ঝিনাইদহে সবজি কাটা বঁটি ঘাড়ের ওপর পড়ে সাইম (২) এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শহরের মহিলা কলেজ পাড়ায় এ ঘটনা ঘটে। সাইম শহরের প্রিন্টিং প্রেস ব্যবসায়ী মনিরুজ্জামানের ছেলে। স্থানীয়রা জানান, শিশুটির মা রান্না ঘরে বঁটি দিয়ে সবজি কাটছিলেন। সে সময় শিশু সাইম খেলা করার জন্য বঁটি নেওয়ার চেষ্টা করে। তখন তার মা বঁটিটি রান্না ঘরের র্যাকের ওপর রেখে দেন। মা অন্য ঘরে কাজ করতে গেলে শিশুটি র্যাকের ওপর থাকা বঁটি পাড়ার চেষ্টা করে। ওই সময় বঁটি সাইমের ঘাড়ের ওপর পড়ে রগ কেটে যায়।