রাজধানীর কলাবাগানে ছিনতাইকারীর ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন রিনা ত্রিপুরা (২০) নামে এক এইচএসসি পরীক্ষার্থী। গতকাল ভোরে রাজধানীর কলাবাগানের মেহেরুন্নেসা গার্লস কলেজের সামনে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় ওই পরীক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক।
ঢামেকে ছিনতাইয়ের শিকার রিনা ত্রিপুরা বলেন, ভোরে দুজন ছিনতাইকারী ধারালো অস্ত্র নিয়ে আমার রিকশার গতিরোধ করে। এরপর আমাকে মাথায় ও ঘাড়ে কোপ দিয়ে সঙ্গে থাকা সবকিছু নিয়ে যায়। কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক বলেন, আমরা ঘটনার বিষয়টি জেনেছি এবং ভুক্তভোগীর পরিবারের সঙ্গে যোগাযোগ করেছি। ওই ঘটনায় যারা জড়িত, তাদের আইনের আওতায় আনতে অভিযান চলছে। এদিকে গতকাল সকালে মোহাম্মদপুরে রায়েরবাজার সাদেক খান মার্কেটে আক্তার হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। তিনি ঢাকার ৩৪ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সাধারণ সম্পাদক। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।
রায়েরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নাজমুল ইসলাম জানান, তারা ঘটনাটি জেনেছেন। সিসিটিভি ফুটেজ সংগ্রহের কাজ চলছে। এ ঘটনায় যারা জড়িত তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।