মাদকবিরোধী বিশেষ অভিযানে মৌলভীবাজার সদর উপজেলার বিভিন্ন এলাকায় ছয়জন মাদকসেবীকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) মৌলভীবাজার সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাজ উদ্দিনের নেতৃত্বে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক সেবনের অপরাধে ছয়জনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—মো. রফিকুল (৩০), বকুল মিয়া (২৪), মো. জাহাঙ্গীর মিয়া (২৯), অমল চন্দ্র (৩২), মো. শাহীন (৩২) ও জমসেদ মিয়া (৫০)। তাদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে সাজা দেওয়া হয়।
মোবাইল কোর্টের রায়ে জমসেদ মিয়াকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। বাকি পাঁচজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক মো. রাশেদুজ্জামান।
বিডি প্রতিদিন/আশিক