বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্ধৃতি দিয়ে বলেছেন, ‘পিআর পদ্ধতি নিয়ে স্পষ্টভাবে তিনি (তারেক রহমান) বলেছেন, পৃথিবীর অনেক দেশেই পিআর পদ্ধতি আছে। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এটা সম্ভব না। এই মুহুর্তে আমরা যদি সেই পিআর পদ্ধতি নির্বাচনে যাই তাহলে নিজেদের মধ্যে একটি বড় ধরনের বিভেদ-বিভাজন তৈরি হবে। ফ্যাসিস্টরা এখানে বড় সুযোগ পেয়ে যাবে।’
আজ বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়ন বিএনপির প্রতিনিধি নির্বাচনের ভোটগ্রহণ পরিদর্শনকালে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দত্তপাড়া ইউনিয়নের পূর্ব সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ, যারা সরাসরি আপনাকে-আমাকে আঘাত করেছে, দেশটাকে ধ্বংস করে দিয়েছে, দেশের রাজনৈতিক ও সামাজিক ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে তারা পিআর পদ্ধতিতে সুযোগ পাবে। যে কাজগুলো আমরা করতে পারিনি, প্রশাসনকে যারা জিম্মি করেছিল, ধ্বংস করে দিয়েছিল, তাদেরকে কোনভাবেই সে সুযোগ দেওয়া যাবে না। তাদের বিচারটা আগে করতে হবে। ফেব্রুয়ারিতে নির্বাচন হলে সুষ্ঠু নির্বাচন হবে, শীতের মৌসুমে নির্বাচন উৎসব মুখর হবে।’
এ্যানি আরও বলেন, ‘ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করে দেশের বৃহত্তর স্বার্থে দেশ গড়ার দিকে সবাইকে এগিয়ে আসতে হবে। সবাই ঐক্যবদ্ধ আছেন বলে আমরা বিশ্বাস করি। আমরা সরকারের কাছে আশা করি স্বাধীন ও নিরপেক্ষ অবস্থানে থেকে সুন্দর একটি নির্বাচন কমিশন গঠন করে নির্বাচনের দিকে ধাবিত হবেন। এবং ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যমতের সরকার গঠন করা হবে।’
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য হাফিজুর রহমান, চন্দ্রগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক এম বেলাল হোসেন, সদস্য সচিব মো. আনোয়ার হোসেন বাচ্চু, থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম ইউসুফ ভূঁইয়া, সোহেল মাহমুদ, শরীফ উদ্দিন পাটওয়ারী, জেলা যুবদলের সদস্য সচিব আবদুল আলিম হুমায়ুন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহসিন কবির স্বপন, জেলা কৃষকদলের সভাপতি মাহবুব আলম মামুন ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেল প্রমুখ।
বিডি প্রতিদিন/জামশেদ