সিরিয়ার মধ্যাঞ্চলীয় হামা প্রদেশের জিবরিন শহরে একটি জ্বালানি ট্যাংকারে বিস্ফোরণে অন্তত সাতজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন বেশ কয়েকজন।
বিস্ফোরণটি ঘটে যখন একটি জ্বালানি ট্যাংকারে আগুন ধরে যায়। এতে কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হন এবং অনির্ধারিত সংখ্যক মানুষ আহত হন বলে জানায় সিরীয় রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আল-ইখবারিয়া।
দুর্ঘটনার পরপরই উদ্ধার তৎপরতায় অংশ নেয় সিভিল ডিফেন্স, অ্যাম্বুলেন্স ও জরুরি সেবা দল। তারা আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি হতাহতদের উদ্ধার করে।
তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, সে বিষয়ে এখনো কোনো সুনির্দিষ্ট কারণ জানানো হয়নি। ঘটনার তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।
এদিকে সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশের আল ফু’আ শহরের কাছে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। আল-ইখবারিয়ার আরেকটি প্রতিবেদনে জানানো হয়, প্রচণ্ড গরমে একটি গোলাবারুদের গুদাম বিস্ফোরিত হওয়ায় এসব বিস্ফোরণ ঘটে।
তবে ইদলিবের বিস্ফোরণগুলোর ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, সিরিয়ার দীর্ঘদিনের সংঘাত চলাকালে এই দুই অঞ্চলেই কখনো কখনো অস্থিরতা দেখা গেছে। তবে বুধবারের এসব ঘটনার পেছনে কোনো সামরিক তৎপরতা ছিল কি না, তা স্পষ্ট নয়। সূত্র: সিনহুয়া
বিডি প্রতিদিন/নাজিম