মায়ের মুখে গল্প শুনি
কোথায় গেল বাবা,
পঁচিশে মার্চ রাতে নাকি
হানাদার দিল থাবা।
অতর্কিত হামলা দিল
সবাই যখন ঘুমে,
ছিন্নভিন্ন হলো দেহ
নিক্ষেপকৃত বোমে।
অত্যাচারীর নেই ক্ষমা
পরাজয় নিশ্চয়,
অকাতরে লড়ে গেল
পায়নি কভু ভয়।
মা হারাল বাপ হারাল
কেউ হারাল ভাই,
আমরা পেলাম মহান বিজয়
নয় মাসের লড়াই।