পাকুড় গাছের বড় ডালে
তোতা পাখির বাসা
ডিম পাড়ে আর তা দেয় সে
ছানাপোনার আশা।
ঝড়-বৃষ্টি, রৌদ্রতাপে
আগলে রাখে ডানায়
ঠোঁটে করে আহার আনে
খাবে তাহার ছানায়।
ডিম ফুটিয়ে বাচ্চা বেরোয়
মন ভরে যায় তাহার
না খেয়ে ঠিক জোগাড় করে
আরও শত আহার।
পাকুড় গাছের বড় ডালে
তোতা পাখির বাসা
ডিম পাড়ে আর তা দেয় সে
ছানাপোনার আশা।
ঝড়-বৃষ্টি, রৌদ্রতাপে
আগলে রাখে ডানায়
ঠোঁটে করে আহার আনে
খাবে তাহার ছানায়।
ডিম ফুটিয়ে বাচ্চা বেরোয়
মন ভরে যায় তাহার
না খেয়ে ঠিক জোগাড় করে
আরও শত আহার।
১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
৪ ঘণ্টা আগে | দেশগ্রাম