শিয়াল বন্ধু দাওয়াত দিছে
বাঘ দেবে না হানা,
শিয়াল-মোরগ বন্ধু হলো
আছে মুরগির ছানা।
শিয়াল দেখে সাদা কালে
চারটি আছে গুনে!
মোরগ পাখির ছানা গুলো
নিয়ে যাবে বনে।
শিয়াল পণ্ডিত ভালো না
মোরগ গিন্নি বলে!
পাখি হয়ে আমি কেন
যাচ্ছি বনে চলে?
শিয়াল মোরগ বন্ধুত্ব
করে দিছে মামা,
বাঘ মামা বড্ড ভালো
কিনে দিছে জাম।
মিষ্টি মিষ্টি কথা শুনে
বন্ধুর বাড়ি যায়,
বাঘ মামা, শিয়াল ধরে
ঘাড় মটকিয়ে খায়।