আমাদের এই বাংলা ভাষার স্বর-ব্যঞ্জন বর্ণ
জীবন দিয়ে পাওয়া সে তো
ইতিহাসের স্বর্ণ।
পৃথিবীতে এমন ভাষা পাবে নাকো আরও
ইউনেস্কোতে বাংলা ভাষার
সম্মান হলো গাঢ়।
সালাম বরকত জব্বারেরা রক্ত দিলো বলে
আজ একুশে ফেব্রুয়ারির
চেতনা রয় জ্বলে।
যাদের ত্যাগে ফুটল মুখে বাংলা ভাষার কলি
একুশের সেই বীর সেনাদের
জানাই শ্রদ্ধাঞ্জলি।